নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুনে পোকা

এই পোলা ব্লগিং করা ও শুরু করল......কোন কিছু আর বাদ দিব না!!!!!!!!!

ঘূণে পোকা

লিখতে পছন্দ করি তাই যা মনে আসে তাই লিখি

ঘূণে পোকা › বিস্তারিত পোস্টঃ

অদূরদর্শী সরকারী সার্ভিসগুলি ও আমাদের ভোগান্তি

২১ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৭

ডিসেম্বরের ১ ও ২ তারিখে ভারতে একটি কনফারেন্সে যাওয়ার কথা ছিল। জীবনের প্রথম বিদেশ যাত্রার সুযোগ পেয়ে ভালো লাগা কাজ করতেছিলো। যাই হোক যেহেতু আমার আগে পাসপোর্ট করা নেই সেহুতু গত মাসের ১৯ তারিখে আর্জেন্ট পাসপোর্ট করার জন্য নিয়মিত চাঁদা থেকে ডাবল টাকা চাঁদা দিয়েছি। গত মাসে্র ৩১ তারিখে পাসপোর্ট দেয়ার ডেইট ছিল। আজকে ২০ তারিখ এখন পর্যন্ত আমি আমার পাসপোর্ট টি হাতে পেলাম না। আর্জেন্ট পাসপোর্ট এর জন্য ৭ কর্মদিবস সময় লাগার কথা অথচ মাস ঘুরে গিয়েছে। এমতবস্থায় কনফারেন্সে যাওয়া মনে হয় আর হচ্ছে না। এর পর ভেরিফিকেশন করাতে গেলেও স্যারদের টাকা দিতে তো হয়ই নাহলে তারা খারাপ রিপোর্ট লিখে দেয়ার হুমকি দেয়! একটা দেশের সরকারী সার্ভিস কিভাবে এত ফালতু হয়? এর জন্যই মানুষ সূযোগ পেলে দেশ ছেড়ে চলে যায়। এত অব্যবস্থাপনার মাঝে মানুষ কিভাবে টিকে থাকবে। নিজেকে সান্ত্বনা দেয়ার কোন ভাষা খুজে পাচ্ছি না।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৯

রাজীব নুর বলেছেন: দুঃখজনক।
কি করবেন? কিছু করার নেই। মানিয়ে নিতে শিখুন।

২১ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:১২

ঘূণে পোকা বলেছেন: ভাই একটা টিমের সবাই যাচ্ছে, যেতে পারতেছি না বড়ই আফসোস লাগতেছে :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.