![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে পছন্দ করি তাই যা মনে আসে তাই লিখি
আমার এক বন্ধুর কোন সন্তান হচ্ছে না । ওর বাসায় যখন যাই, সারাটা ঘর সুনসান নীরব । সেদিন কথায় কথায় জানলাম, নীরবতা যখন অসহ্য লাগে তখন টিভিতে ইউটিউবে বাচ্চাদের দুষ্টুমি ছেড়ে একটু হালকা হয় ।
প্রাইভেট চাকরিতে প্যারা অনেক বেশী । এত বেশী যে কেউ একবারও বলে না, ভাল আছি । ‘এই চাকরি মাইনষে করে, জীবনডা শেষ’ এরকম কত শত আফসোস ।
অথচ এই রকম একটা চাকরি কত শত বেকারের কত বড় স্বপ্ন !
আমাদের আফসোস পেঁয়াজ নাই !
শুধু খাদ্যের অভাবেই ইয়েমেনে প্রতি চার ঘন্টায় মারা যাচ্ছে একটি করে শিশু ।
‘এই বেতনে চলে না’ । ‘কোন রকম বেঁচে আছি’ ।
আর এই কোন রকমেই বেঁচে থাকতে চায় কত যে মানুষ ।
ঋণে জর্জরিত মানুষটা মানিব্যাগের দশ টাকার নোটটা ভাঙতে গিয়েও ভাঙে না ।
পৃথিবীতে সবচে বেশী অসহায় তারা, লোক লজ্জার ভয়ে যারা হাত পাতে না । না খেয়ে মরবে তবু ভিক্ষে করবে না । আমাদের আঁশে পাশেই আছে এরা ।
ছোট্ট বাসা নিয়ে আমাদের খুব আফসোস ! সিরিয়ার একটা ফিচার পড়লাম সেদিন । হাজার হাজার মানুষ খোলা আকাশের নীচে রাত দিন । এক সময়ের সচ্ছল ছ’জনের একটা পরিবার যুদ্ধ বিধ্বস্ত একটা মাইক্রোবাসে বছর কাটাচ্ছে ।
যদি আমি হাসতে পারি । তবে জানা উচিত ঠোঁট মেলে শেষ কবে হেসেছিল এমন মানুষও গুনে শেষ করা যাবে না এ দুনিয়ায় ।
চেয়ারে বসে নামাজ পড়া এক বৃদ্ধকে একদিন খুব কাঁদতে দেখলাম । তার আফসোস সে সিজদা দিতে পারে না । আমরা যারা সিজদা দিতে পারি তারা যদি বৃদ্ধের কষ্টটা বুঝতাম তবে সিজদা থেকে সহজে মাথা উঠাতাম না ।
শুধু স্ট্যাটাস বাড়াতে সব সন্তান বিদেশ পাঠিয়ে এখন ঔষধ কিনে দেয়ার লোকও নাই । সেদিন জানলাম একটা অনলাইন মেডিসিন সপ দাঁড়িয়েছে, যারা এমন ফ্যামিলিগুলোর পাশে আছে সব সময় ।
সন্তান বিদেশ না পাঠাতে পারা দু:খিত মানুষগুলো এই খবরের খোঁজ রাখে না ।
এই খবর কেন রাখবে ?
আসলে আমাদের না পাওয়ার লিস্টটা খুব বড় ।
অথচ কি পেয়েছি সে লিস্টটা যে আরো বড়- এ খবরটা অজানা ।
।। আলহামদুলিল্লাহ ।।
সংগৃহীত
০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩১
ঘূণে পোকা বলেছেন: অবশ্যই ভাই
২| ০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৩
রাজীব নুর বলেছেন: না এরকম তো আমরা ভাবি না।
০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৯
ঘূণে পোকা বলেছেন: ভাবতে হবে ভাই !
৩| ০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ!
০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪০
ঘূণে পোকা বলেছেন: জি, আল্লাহ যেরকম রাখছে তার জন্যই শুকরিয়া করতে হবে।
৪| ০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৮
নীল আকাশ বলেছেন: নদীর এপার ছাড়িয়ে নিশ্বাস কহে ঐপারে সকল সুখ আমার বিশ্বাস!
০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৫
ঘূণে পোকা বলেছেন: সামান্য একটা চাকুরী করি, বউ বাচ্চা নিয়ে আল্লাহ যেরকম রাখছে তাতেই শুকরিয়া।
৫| ০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৪
তারেক_মাহমুদ বলেছেন: এভাবে একটু নীচের তাকালে নিজের না-পাওয়ার দুঃখগুলো ভুলে থাকা যায়। সুন্দর পোস্ট।
০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৬
ঘূণে পোকা বলেছেন: ধন্যবাদ ভাই!
৬| ০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫০
মোহাম্মদ নুরুজ্জামান বলেছেন: আলহামদুলিল্লাহ ভাল আছি।
০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৭
ঘূণে পোকা বলেছেন: সেটাই মুখ্য ভাই!
৭| ০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৬
আরাফআহনাফ বলেছেন: আলহামদুলিল্লাহ - ভালো আছি।
সবার জন্য শুভ কামনা।
০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৪
ঘূণে পোকা বলেছেন: ্দুনিয়ার সবাই ভাল থাকুক। আমিন।
৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৫৭
মিরোরডডল বলেছেন: less expectations
more happiness
০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৪
ঘূণে পোকা বলেছেন: ইয়েস ব্রাদার!
৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৩৪
খায়রুল আহসান বলেছেন: আলহামদুলিল্লা!! ভালো আছি, অনেক ভাল আছি।
খুব ভাল কিছু কথা সংগ্রহ করে এখানে শেয়ার করেছেন, এজন্য ধন্যবাদ।
০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৪
ঘূণে পোকা বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জুতা নাই বলে নিজেকে খুব ছোট মনে হতে পারে
কিন্তু যার একটি পা নাই তার কথা একবার ভাবলে
দুঃখ কিছুটা লাঘব হবে।