নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুনে পোকা

এই পোলা ব্লগিং করা ও শুরু করল......কোন কিছু আর বাদ দিব না!!!!!!!!!

ঘূণে পোকা

লিখতে পছন্দ করি তাই যা মনে আসে তাই লিখি

ঘূণে পোকা › বিস্তারিত পোস্টঃ

বাস্তবতার হাতবদলে নানান মানুষের নানান রঙের স্বপ্নের ঘুড়ি !

১৯ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:০১

কারো পাজেরো গাড়ি থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে...! কেউ ভাঙা ঘরে থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে।

কেউ ভাবছে আর কয়েকটা দিন! ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি। কেউ একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করে চলছে।

কেউ সন্তান ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে। কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে!

কেউ বছরে কতোজন ভালবাসার মানুষ বদলে ফেলছে! কেউ শুধু একটা সত্যিকারের ভালবাসার মানুষের জন্য অপেক্ষা করে চলছে।

কেউ দামি শাড়ি হাতে পেয়ে তবু খুশি নয়! কেউ তাঁতের নতুন শাড়ির বারবার গন্ধ শুঁকছে।

কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে ভাত খেতে পারছেনা! কেউ পেঁয়াজ, কাঁচামরিচ কচলিয়ে গোগ্ৰাসে ভাত গিলছে।

কারো দামি খাটে শুয়েও আবার ঘুমের ওষুধ খেতে হচ্ছে! হিমেল হাওয়ায় কেউ অঘোরে ঘুমোচ্ছে।

কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়তে ইচ্ছে
করছেনা। কেউ পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে, পকেট খালি বলে!

কেউ বিলাস বহুল গাড়িতে বসে চিন্তিত, সন্তানগুলো মানুষ হলোনা! এতো সম্পত্তি রাখতে পারবেতো? কেউ পায়ে হেঁটে পথ চলছে, মনে মনে ভাবছে... সন্তানতো মানুষ করতে পেরেছি! আল্লাহ চাইলে, ওরাই জীবনটা এখন গড়ে নিবে।

সত্যিই নানান রঙের মানুষ, নানান রঙের স্বপ্নের ঘুড়ি...! জীবনের নিজস্ব আলাপনে, বাস্তবতার হাত ধরে!!

Collected❤️

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩১

নীল আকাশ বলেছেন: খুব দারুন বাস্তব একটা লেখা। সেদিন ফেসবুকে পড়লাম। ভাল জিনিস দিয়েছেন।

২| ১৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০০

রাজীব নুর বলেছেন: নানান রকম মানুষ। নানান রকম তাদের সমস্যা। এইভাবেই চলছে তাদের জীবন।

৩| ১৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫১

নেওয়াজ আলি বলেছেন: এইতো জীবন। এইটাই দুনিয়া ।

৪| ১৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সুখ একটি ভয়াবহ আপেক্ষিক বিষয়।
প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে যে সুন্দর সমন্বয় ঘটাতে পারে,
সেই প্রকৃত সুখী মানুষ। আসলে প্রত্যাশা ক্ষেত্র বিশেষ অনেক
বড় হতে পারে, কিন্তু এই মুহূর্তে আমি যেটা পাচ্ছি তাতেই যদি
সন্তুষ্ট থাকা যায়, তাহলেই আমরা অনেক ভাল থাকতে পারবো,
সুখী হতে পারবো।

উইলিয়াম শেক্সপিয়র বলেছেনঃ
আমি সবসময় নিজেক সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না,
কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময়ই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়।

তবে কেউ যদি মনে করে যে আমার ভালো মন্দ মিলিয়ে যা আছে তাই নিয়ে
আমি সুখী তাহলে মানুষ সুখী হতে পারে বলে আমার মনে হয় l স্বার্থপর না হয়ে
নিজের চারপাশে অনেক দুঃখী মানুষ রয়েছে তাদের মুখে সামান্য হাসি ফুটাতে
পারলে প্রকৃত সুখ পাওয়া এবং উপলব্ধি করা সম্ভব l

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.