নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুনে পোকা

এই পোলা ব্লগিং করা ও শুরু করল......কোন কিছু আর বাদ দিব না!!!!!!!!!

ঘূণে পোকা

লিখতে পছন্দ করি তাই যা মনে আসে তাই লিখি

ঘূণে পোকা › বিস্তারিত পোস্টঃ

নেলসন ম্যান্ডেলার সেরা ১০ উক্তি

০৫ ই মার্চ, ২০২০ সকাল ১১:৪৬



1. Education is the most powerful weapon which you can use to change the world.”
অনুবাদঃ “শিক্ষা সবচেয়ে শক্তিশালী একটা অস্ত্র, যা তুমি বিশ্বের পরিবর্তনে ব্যবহার করতে পার।”
2. “It always seems impossible until it’s done.”
অনুবাদঃ “কোন কিছু করার আগে পর্যন্ত সব সময় অসম্ভবই মনে হয়।”
3. “When people are determined they can overcome anything.”
অনুবাদঃ কেউ যদি নিজের লক্ষে স্থির থাকে তবে সে অবশ্যই বিজয়ী হবেই।
4. “When a man has done what he considers to be his duty to his people and his country, he can rest in peace.”
অনুবাদঃ “যখন একজন মানুষ তার দেশ ও জাতির প্রতি তার দায়িত্ব ঠিক ঠাক পালন করতে পারে, তবেই শান্তিতে মরতে পারে।”
5. “A Good head and heart are always a formidable combination.”
অনুবাদঃ “একটি মেধাবী মস্তিষ্ক এবং ভালো মনের সমন্বয় সবসময়ই দুর্দান্ত।”
6. “We are fighting for a society where people will cease thinking in terms of colour.”
অনুবাদঃ “আমরা এমন একটি সমাজের জন্য যুদ্ধ করছি যেখানে মানুষের বর্ণ নিয়ে কেউ চিন্তা করবেনা।”
7. “After climbing a great hill, one only finds that there are many more hills to climb.”
অনুবাদঃ কোনো বিশাল পাহাড়ের চূড়ায় উঠার পর একজন দেখতে পায়, আরোহণের মতো আরও পাহাড় রয়েছে।
8. “I can rest only for a moment, for with freedom come responsibilities, and I dare not linger, for my long walk is not yet ended.”
অনুবাদঃ “আমি সামান্য সময়ের জন্য বিশ্রাম নিতে পারি কিন্তু স্বাধীনতা আমাদের জন্য বিশাল এক দায়িত্ববোধ নিয়ে আসে ফলে এখানে কোন গড়িমসি করার সময় নেই, আমার দীর্ঘ যাত্রা এখনো শেষ হয়নি।”
9. “If you want to make peace with your enemy, you have to work with your enemy. Then he becomes your partner.”
অনুবাদঃ “আপনি যদি শত্রুর সাথে শান্তিতে থাকতে চান তবে তার সাথে আপনাকে মিশে যেতে হবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে তবেই আপনার শত্রু আপনার সঙ্গী তে পরিণত হবে।”
10. “Real leaders must be ready to sacrifice all for the freedom of their people.”
অনুবাদঃ “একজন প্রকৃত এবং আদর্শ নেতাকে অবশ্যই নিজ জাতির জন্য সকল প্রকারের স্বাধীনতার নিশ্চিত করতে নিজের পক্ষ থেকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকতে হবে।”

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০২০ দুপুর ১২:৩৮

একাল-সেকাল বলেছেন:
evergreen speeches from Nelson Mandela
ভাল লাগলো। তবে, প্রায়োগিক অর্থে ৪ নং, ৯ নং বাংলাদেশের জন্য প্রযোজ্য নহে। কারন বর্তমান বাংলাদেশ নামে দেশ হলেও আসলে ইহা একটা বিচ্ছিন্ন গ্রহ। এ গ্রহে পৃথিবীতে প্রচলিত অনেক সংজ্ঞাই পরিবর্তিত হয়ে গেছে। সত্য, মিত্থা, গনতন্ত্র, দুর্নীতি, ভাল, মন্দের সংজ্ঞা এখন আর সঠিক অবস্থানে নেই।


২| ০৫ ই মার্চ, ২০২০ দুপুর ১:৩৫

অগ্নিবেশ বলেছেন: মনিষীদের নিয়ে পোষ্টানো নুরু চাচার আন্ডারে। এতে আর কেহ না হাত না দিলেই ভালো হয়।

৩| ০৫ ই মার্চ, ২০২০ দুপুর ১:৩৯

রাজীব নুর বলেছেন: এসব উক্তি বাস্তব জীবনে কোনো মূল্য নেই।

৪| ০৫ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৫০

নেওয়াজ আলি বলেছেন: সুসভ্য, ♥️

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.