![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেইসবুকেঃfacebook.com/ghunpokareturnঘূণেধরা সমাজের আমি এক ঘূণপোকা। ধ্বংশ করে চলেছি নিজের সমাজ, সংসার, প্রিয়জনের স্বপ্ন, রাষ্ট্র।মাঝে মাঝে নিজেকে কেবল সংখ্যা ছাড়া আর কিছুই মনে হয়না। ছোটকালে স্কুলের সামাজিক বিজ্ঞান বইয়ে পড়া অধিক জনসংখ্যা কুফলগুলোতে মনে হয় আমিও একটু মাত্রা যোগ করেছি।জীবনে কোন কিছুই সিরিয়াস মত করি নাই। না জীবন-যাপন,না পড়াশোনা, না প্রেম। আর ব্লগিং তো নয়-ই। এইজীবনে যেই জিনিসটা নিরলসভাবে করেছি তা হচ্ছে আইলস্যামি।আইডিয়া মাথায় কিলবিল করে, আমারও সামর্থ্য ছিলো সমাজ পরিবর্তনের। কিন্তু আইলস্যামির জন্য করা হয়নি কিছুই। না ফুল, না কাটা।
ঘটনা-০১
আজ রুম্পার অনেক তাড়া। সকালে যেতে হবে ক্লাশে, সেখান থেকে শাহবাগ তারপর বসুন্ধরা। আজকে খুব স্পেশাল দিন। আজকে তূর্যর সাথে দেখা হবে প্রথমবারের মত।
আচ্ছা সে কি তুর্যকে দেখে লজ্জা পাবে। আয়নার সামনে দাঁড়িয়ে রুম্মা সেটাই ভাবছিলো। না! না পাবারই কথা। গত চয় মাসে এই ছেলেটাকে তার খুব ভাল করেই চেনা হয়ে গেছে। মনে হয় রুম্পা তুর্যর প্রতিটি শিরায় শিরায় চেনে, কোথায় থাকে, কেমন তার ঘর সব রুম্পার চেনা হয়ে গেছে মোবাইলে গল্প গল্প শুনতে শুনতে। একটি রং নাম্বার তার জন্য নিয়ে এসেছে পৃথিবীর সবচেয়ে সুন্দর আর সৎ ছেলেটিকে। তারপরও রুম্পা আজকের এই ১৪ই ফেব্রুয়ারী কেমন যেন শিহরণ অনুভব করছে।
বিকেল চারটা। রুম্পা দাঁড়িয়ে আছে বসুন্ধরাতে। হাতে ফুল, আর মনে একরাশ শংকা। কেমন হবে দেখতে তুর্য। যদিও ছবি দেখেছে। কিন্তু ছবি দেখেই আর কতটুকু বোঝা যায়।
ওই তো তুর্য নামছে গাড়ি থেকে। না, সত্যিই তুর্য অনেক সুন্দর।
তুর্য হাসি দিয়ে কাছে এসে বলেম্যাডাম কেমন আছেন, রুম্পা বাকহীন হয়ে যায় তুর্যকে দেখে। ঠিক যেন ছোটকালে দাদির কাছে শোনা রাজপুত্র।
তারপর তুর্য আর রুম্পা টুকিটাকি কথার পর চলে যায় ফুডকোর্টে।
রুম্পার যেন ঘোর লাগা সময়। তুর্য বলে রুম্পাকে চলো তোমাকে খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যাই। রুম্পা এতখন যেমন খালি মাথা নেড়ে কথা বলছিল, এইবারও তেমনি মাথা নেড়ে সায় দেয়।
তারপর তারা গাড়িতে কলে চলে যায় তুর্যদের খামার বাড়িতে। সেখানে একদিনে অনেক বেশি অভিজ্ঞতা হয়ে যায় রুম্পার।
এক মাস পরে রুম্পা একদিন তার বান্ধবির পাঠানো লিঙ্কে ক্লীক করে অবাক হয়ে যায়। এই কি বিশ্বাসের প্রতিদান। তাদের একান্ত মুহুর্তের ভিডিও কখন করলো তুর্য, আর করলোই যখন কি দরকার ছিল, এটা নেটে দেয়ার।
ঘটনা-০২
হাসিব আর শায়না ক্লাসমেট। সিএসসিতে পড়ে। একসাথে জাভা আর সি প্লাস পড়তে পড়তে কখন যেন একজন আরেক জনের প্রেমে পড়ে যায়। একজন আরেক জনের জন্য পাগল।
বাসায় সব কিছু জানিয়ে দিয়েছে দুইজন। খালি পাশ করার অপেক্ষা। তারপর সুখি সংসারের সুচনা করবে দুইজন। সুখে ভরে উঠবে তাদের সম্মিলিত প্রয়াস।
ঢাকা শহরে তো অনেক ঘুরা হলো। তাই এইবার ভ্যালেন্টাইন ডেতে দুইজন চাইল অনেক দূরে নতুন কোন জায়গায় যেতে, যেন দুজন হারিয়ে যাবে অজানায়।
হাসিব তার বন্ধুর কাছ থেকে জেনে এসেছে গাজীপুরের দিকে গ্রামমতন এই এলাকাতে। জায়গায়টা আসলেই অনেক সুন্দর। গল্প করতে করতে কখন জানি সন্ধ্যা নেমে আসে।
আর তখনই আধার ফুড়ে বেরিয়ে আসে একপাল হায়েনা। দুইজনকে আলাদা করে ফেলে তারা।
একদল হাসিবকে জিজ্ঞেসে করে কি রে কত টাকা দিয়ে ভাড়া করে এনেছিস?? হাসিব বলে কি বলেন ভাইয়া, ও তো আমার বউ।
আরেক দল বলে, শায়নাকে। এই মেয়ে তোমাকে নাকি এই ছেলেটি দুই হাজার টাকা দিয়ে ভাড়া করে এনেছে। আমরাও তোমাকে দুই হাজার টাকা দিব। থাকতে হবে আমাদের সাথে। তোমার তো টাকারই দরকার, তাই না??
শায়না ভয়ে সিটিয়ে যায়।
শায়নার আর্তচিতকারে সেখান করে সব পাখি লজ্জায় পালিয়ে যায়। কিন্তু পশুগুলোর দয়া হয়না।
ঘটনা-০৩
বোটানিক্যাল গার্ডেনে দেখা করতে হবে জেনে হীরক একটু খুশিই হয়। ফেইসবুকে পরিচয় একমাস আগে। আজকে প্রথম দেখা। কেমন না কেমন মেয়ে হয়, তাকে নিয়ে রেস্টুরেন্টে বসে টাকার শ্রাদ্ধ করার কোন মানে হয় না।
বোটানিক্যা গার্ডেনে তারা একটু নির্জন দিকে বসে। হঠাত করে হকার এসে তাদের না বলেই দুইটা কোক আর চিপ্সের প্যাকেট খুলে দিয়ে চলে যায়। হীরক অবাক হয়। এটা কেমন ব্যাপার। সে তো কোক খায় না।
কিছুক্ষণ পর সেই হকার এসে পাঁচশ টাকা দাবি করে। অনেক চিল্লাচিল্লি করে হীরক কিন্তু কোন কাজ হয় না, হকার বলে এটা এখানকার নিয়ম। টাকা দিতে হবে নাইলে সমস্যা হবে। সমস্যা আর মেয়েটি তাকে কিপ্টা ভাববে এটা চিন্তা করে হীরক দিয়ে দেয় টাকাটা।
কিন্তু সুর কেটে গেছে। অনাকাঙ্ক্ষিত ঘটনায় হীরকের মন খারাপ হয়ে যায়।
মেয়েটি বলে, কি বাবু মন খারাপ। আমি তোমার মন ভালো করে দেই। চোখ বন্ধ কর।
হীরক বলে কি কিস করবে?? হুম বলে মেয়েটি চোখ বন্ধ করতে বলে।
কি ব্যাপার!! কিস করবে গালে না হয় ঠোটে, ঘাড়ে কি?? আর এত সময় লাগে কেন?? অধৈর্য্য হয়ে হীরক চোখ খুলে দেখে তার ঘাড়ে চুরি ঠেকানো মেয়েটি উধাও। তার স্থলে তিনটি গুন্ডামতন মানুষ।
আর কি ছিনতাইকারীর পাল্লায় পড়ে নতুন আইফোন, মানিব্যাগ সব হারাতে হয়।
ঘটনা-০৪
এই শোন আমার না বিয়ার খায়েশ জাগছে। তমা বলে নয়নকে। নয়ন বলে এখন তো বিয়ার সময় হয়নাই। কেমনে বিয়া করি। তমা হেসে বলে আমি তো বিয়া করার ইচ্ছের কথা বলি নাই, বলেছি খায়েশ জাগছে। এখন খায়েশ মেটাও। নয়ন ইশারা ধরতে পারে। সে বলে ভ্যালেন্টাইন ডেতে মিটাব।
অনেক চেস্ট্রা করেও নয়ন কোন রুম ব্যবস্তা করতে পারে নাই, শেষে ভরশা ছিল রাজুর ম্যাস। কিন্তু রাজু বলে দিয়েছে তার ম্যাস ১৪ তারিখে বুকড। রিনাকে অনেক কষ্টে রাজি করিয়েছে। সে যেন অন্য দি আসে।
আর কি এখন হোটেলই ভরসা।
কারওয়ান বাজার রিকশা থেকে নামলেই একজন বলে মামা রুম লাগবে নাকি?? খুব ভালো রুম আছে। সিকিরুটি কেমন জানতে চায় নয়ন। ফার্স্ট ক্লাশ জানায় লোকটি। কত দিতে হবে?? দিয়েন আপনার যা ইচ্ছা।
হোটেলে নিইয়ে লোকটি একঘন্টার জন্য পাচ হাজার চায়, নইলে বের হতে দিবে না।
অনেক বলে কয়ে চার হাজারে ম্যানেজ করে নয়ন কিন্তু তার কাছে আছে ৩ হাজার। এক হাজার টাকা তমাই দেয়।
তারপর আধা ঘন্টা খালি ঘরে দুইজন বসে থেকে বিয়ার খায়েশ না মিটিয়ে চলে আসে।
সবগুলো সত্য ঘটনা। আমার বন্ধু সার্কেলে এমন কিছু ঘটেছে, কিছু অন্যদের জীবনে ঘটেছে। আমি অন্যদের কাছ থেকে শুনেছি। কিছু ঘটনা পত্রিকায় প্রকাশিত। কিন্তু সব সত্য ঘটনা। এখানে খালি ছদ্মনাম ব্যাবহার করা হয়েছে।
ঘটনাগুলো বিচ্ছিন্ন মনে হতে পারে, কিন্তু এই দুঃখজনক বিচ্ছিন্ন ঘটনার নায়ক/নায়িকা আপনার হতে আর কতক্ষন লাগে। সো বি কেয়ারফুল। সাবধানের মাইর নাই।
আরেকটা কথা এইগুলো খালি ভ্যালেন্টাইন ডেতেই হয় এমন না, এটা সারা বছরই হতে পারে।
সাবধান থাকুন, সুখী ও সুন্দর থাকুন।
হ্যাপি ভ্যালেনটাইন ডে।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৭
একজন ঘূণপোকা বলেছেন:
এইটা গুগুল করে পাইছি, আসলেই ছবিটা অনেক সুন্দর।
ভালো থাকুন
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২১
অপু তানভীর বলেছেন: আর প্রথম ঘটনার ক্ষেত্রে বলবো মেয়েদের এতো বোকামী করলে কি চলে ! প্রথম দেখাতেই বেকুব টাইপের মেয়েরাই এরকম কাজ করে !
আর খায়েশ মেটতো প্রেমের গুষ্টি মারি !!
কারও সাথে যেন এমন না হয় !!
হ্যাপি ভ্যালেনটাইন
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫০
একজন ঘূণপোকা বলেছেন: রুম্পার যেন ঘোর লাগা সময়
খায়েশ নিয়ে কিছু বলার নাই, খালি আফসোস।
অনেক ধন্যবাদ। কেমন কাটল ভ্যালেনটাইন???/
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩১
সুমন কর বলেছেন: হ্যাপি ভ্যালেনটাইন ডে
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫০
একজন ঘূণপোকা বলেছেন: ধন্যবাদ সুমনদা । কেমন কাটল ভ্যালেনটাইন?
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪০
নিশাত তাসনিম বলেছেন: কি মন্তব্য করব বলেন ? একেবারে বাস্তব কিছু ঘটনা তুলে ধরেছেন। প্রেম কর বাবা কিন্তু সাবধানতা তো অবলম্বন করবা। পোস্ট নির্বাচিত না হলে ও অনুসরণ না করলে + দেওয়া যায়না। তাই আপনাকে অনুসরণ করেই ১ম + দিলাম।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৪
একজন ঘূণপোকা বলেছেন:
কষ্ট করে প্লাস দেয়ার জন্য অনেক ধন্যবাদ, সীমাহীন কৃতজ্ঞতা তাসনিম ভাইয়া।
একজন লোক সাবধান হলেও এই পোস্টের সার্থকতা।
প্রেমের নামে যেন কেউ আর উচ্ছনে না যায়।
৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৩৩
অপ্রচলিত বলেছেন: সত্যই এ যুগে সাবধান হওয়ার প্রয়োজনীয়তা অসীম। ভালোবাসা আর ভালোবাসা নেইরে ভাই।
সবাইকে ভালোবাসা দিবসের একরাশ ফুলেল শুভেচ্ছা।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৬
একজন ঘূণপোকা বলেছেন:
ঠিক বলেছেন।
আর একটা তো জানা কথাই আছে। সাব্ধানের মাইর নাই।
কেমন কাটল পহেলা ফাল্গুন আর ভ্যালেন্টাইন ডে
৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৭
চারশবিশ বলেছেন: প্রেম মানেই কি সেক্স
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৭
একজন ঘূণপোকা বলেছেন:
এই প্রশ্ন আমারও ????
৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৭
উপপাদ্য বলেছেন: আমাদের চোখ খুলে দেয়ার জন্য ঘটনাগুলি যথেস্ট। তবুও আমাদের চোখ খুলবেনা।
এসব অমংগলের মাঝেও
ভালোবাসার জয় হোক
ভালোবাসার জয় হোক।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৯
একজন ঘূণপোকা বলেছেন:
হ্যা, কেউ কেউ আছে নিজেদের অনেক বেশি আধুনিক মনে করে। তাদের চোখ খুলবে না জানি।
অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার। আপনার সাথে এক সুরে বলতে চাই।
ভালোবাসার জয় হোক।
৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩০
অদৃশ্য বলেছেন:
এমন আরও অনেক ঘটনা লোকমুখে শোনা যায়... আমিও খুব কাছ থেকে এমন ঘটনা দেখেছি...
সাবধান থাকা সবসময়ই ভালো...
শুভকামনা...
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০১
একজন ঘূণপোকা বলেছেন:
আপনার কাছ থেকে ঘটনাট নিয়ে লিখে ফেলুন না একটু। আমরা জানতে পারব। সাবধান হবো।
ভালো থাকুন সবসময়
৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫২
মেহেরুন বলেছেন: পড়লাম। ব্যাপার হল কি এমন ঘটনা জেনেও মানুষ কেন যেন সতর্ক হয় না।
পোস্ট ভালো লাগলো। ফাল্গুনের শুভেচ্ছা।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৫
একজন ঘূণপোকা বলেছেন:
ধন্যবাদ মেহেরুন।
কেমন কাটল আপনার ফাল্গুন আর ভালোবাসা দিবস
১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৩
একজন ঘূণপোকা বলেছেন: বিশেষ কারনে এক্টু ব্যস্ত আছি. ইনশাল্লাহ ব্যস্ততা কমপ্লেক্স আশা কর্ছি কাল্কে জবাব দিতে পার্ব
মোবাইল থেকে মন্তব্য করা এত পেইন কেন???
১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২১
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: সাবধানের মাইর নাই।
আবার মাইরেরও সাবধান নাই। অনিবার্য।
০২ রা মার্চ, ২০১৪ রাত ১১:২৩
একজন ঘূণপোকা বলেছেন:
আবার মাইরেরও সাবধান নাই
১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১৫
মেহেরুন বলেছেন: ফাল্গুন কাটলো অফিসে বসে আর ভালোবাসা দিবস জ্যাম এ বসে
০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৮:০০
একজন ঘূণপোকা বলেছেন:
শুক্রবারে কিসের জ্যামে??
জানি প্রশ্নটা করে কোন লাভ নাই। কারন এতদিনে সব ভুলে গেছেন
ভালো থাকবেন আপ্পি
১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৯
আরিফ আরাফাত রুশো বলেছেন: জানলাম
০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৮:০২
একজন ঘূণপোকা বলেছেন:
জানার পালাতো শেষ হলো এইবার মানার পালা।
বলেন মানলাম
১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৯
হালি্ বলেছেন:
আরিফ আরাফাত রুশো বলেছেন: জানলাম
+++++্
০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৮:০৩
একজন ঘূণপোকা বলেছেন: লেখক বলেছেন:
জানার পালাতো শেষ হলো এইবার মানার পালা।
বলেন মানলাম
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০২
খেয়া ঘাট বলেছেন: বাইসেকেলের ছবিটা খুউব সুন্দর হয়েছে।