![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল এমআরপি পাসপোর্টের আবেদন অনলাইনে করে জমা দেয়া হয়েছে, ছবি তোলার কাজও শেষ। এখন ডেলিভারি স্লিপে খেয়াল করলাম ঠিকানায় সামান্য ভুল আছে। পাসপোর্ট ছাপানোর আগেই এই ভুল সংশোধনের কোন উপায় আছে কি? পাসপোর্ট হাতে পাবার পর এটা সংশোধন করা যাবে জানি, কিন্তু একটা কাঁটাছেঁড়া হবে, এটা এড়ানোর উপায় বের করার করছি। বিষয়টা কারো জানা থাকলে উপকৃত হবো জানালে। ধন্যবাদ।
আপডেট: আজ পাসপোর্ট অফিসে গেলাম। কোন টাকা-পয়সা লাগলোনা, ৩০৮ নাম্বার রুম থেকে একটা কারেকশনের ফরম নিয়ে ফিলাপ করতে হয়, সেটা ঐ রুম থেকেই এ্যাপ্রুভ করে বেজমেন্টের ডাটা সেন্টারে গিয়ে আপডেট করিয়ে নেয়া যায় পাসপোর্টের তথ্য। তবে শর্ত একটাই, যা করার পাসপোর্ট প্রিন্ট হবার আগেই করতে হবে। পাসপোর্ট প্রিন্ট হয়ে গেলে উপায় একটাই, ৩,০০০ টাকা দিয়ে নতুন আরেকটা বই নেয়া, পুরানোটা কেটে ফেলবে ওরা। এমআরপি পাসপোর্টে কোন রকম কোন হাতে লিখে চেন্জ হয়না। বিস্তারিত লিখলাম, কারন কেউ সামুতে সার্চ দিয়ে এই তথ্যটা বের করতে পারবে।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
ঘুড়ির ঠিকানা বলেছেন: আমি এখনো পাসপোর্ট হাতে পাইনি, কেঁচি দিয়ে কাটার আগেই ভুলটা সংশোধন করতে চাই। যাই হোক, কাল একবার পাসপোর্ট অফিসে ঘুরে আসবো। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
ইমদাদুল হক সাব্বির বলেছেন: আমার মনে হয় না, কিছু দিন আগে আমার এক বন্ধুর একই রকম সমস্যা ছিল। সে ঠিক করার জন্য পাসপোর্ট অফিসে যায়। তখন তার পুরাতন পাসপোর্টটি কেঁচি দিয়ে কেটে দায় এবং নুতুন পাসপোর্ট করতে বলে। সে পরে ৩০০০ টাকা দিয়ে নতুন পাসপোর্ট করে।