নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মর্মান্তিক

মর্মান্তিক এবং ভয়াবহ কিছু করার প্রত্যাশায় আছি.....

গিরিবাজ

মর্মান্তিক এবং ভয়াবহ কিছু করার প্রত্যাশায় আছি.......

গিরিবাজ › বিস্তারিত পোস্টঃ

অ্যাডসেন্স অ্যাপ্রুভ হবে সবচেয়ে দ্রুত সময়ে

১১ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৮

অ্যাডসেন্স মামা কি ভাগ্নেদের জন্য ছাড় দিল নাকি পদ্ধতিটাই নতুন বুঝলাম না। তবে সত্যি এটা ঠিক। অ্যাডসেন্স মামা আমার মতো ননসেন্সকেও অ্যাডসেন্স দিল মাত্র ৯০ মিনিটে। হ্যা, কথাটা আমার কাছেও অবিশ্বাস্য মনে হচ্ছিল কিন্তু কিছু করার নেই। সত্যি, তাই বলতে বাধ্য হচ্ছি। যাক আপনাকে আর বিরক্ত করবো না। স্ট্রেট কি পদ্ধতিতে করেছি তাই বলি।



বিস্তারিত



১. ইউটিউবে একটি চ্যানেল খুলুন।



২. রেজিস্ট্রেশনের সময় আপনার লোকেশন ইউনাইটেড স্টেট দিন।



৩. আপনার অ্যাকাউন্ট ভিডিও মোনাটাইজেশনের জন্য এনএবল করুন।



৪. যে কোন একটি ইউনিক ভিডিও আপলোড করুন।



৫. মোনাটাইজেশন ট্যাবে যেয়ে অ্যাডসেন্সের জন্য আবেদন করুন।



৬. অ্যাডসেন্সে আপনার মূল ঠিকানা সঠিক ভাবে দিন এবং অবশ্যই আপনার দেশ সঠিকভাবে দিবেন।



৭. অবশ্যই লক্ষ্য রাখবেন আপনার এই জিমেইল অ্যাকাউন্টটি যেন এর আগে অ্যাডসেন্সের জন্য ডিসঅ্যাপ্রুভ না হয়ে থাকে।



এবার ২ ঘন্টা অপেক্ষা করুন। ২ ঘন্টা পর আপনার ইনবক্স চেক করে দেখুন। কি মেইল এসেছে? কি অ্যাপ্রুভড? যদি অ্যাপ্রুভড হয় তবে কি করবেন? মিষ্টি খাওয়াবেন? সেটা যেহেতু খেতে পারছি না তাই আপাতত কমেন্ট করে জানালেই খুশি হবো। কোথায় কমেন্ট করবেন এখানে নাকি আমার ব্লগে?



বিস্তারিত



যাই হোক, কথা এখানেই শেষ নয়। অ্যাডসেন্স তো হলো। এবার? অ্যাডসেন্সে লগ ইন করে দেখুন এটা হোস্টেড অ্যাকউন্ট। তাহলে কি করবেন? ভয় পাওয়ার কিছু নেই। যদি আপনার ব্লগ ব্লগস্পটে হয় তবে আপনি নির্দিদ্বিধায় আপনার ব্লগে অ্যাডসেন্স ব্যবহার করতে পারবেন। শুধু তাই নয়, গুগল পার্টনার যে কোন সাইট থেকে আপনি বিন্দাস মুডে অ্যাডসেন্সে আয় করতে পারবেন।



বিস্তারিত



আর যদি আপনার কাস্টম ডোমেইন হয় তবেও চিন্তার কিছু নেই। আপনি অ্যাডসেন্সে আপনার সাইটের অথারাইজেশনের জন্য অ্যাপ্লাই করুন। তবে এক্ষেত্রেও আপনাকে গুগলের সব নীতিমালা মেনে নিয়ে সাইট তৈরী করতে হবে। তবেই কেবল আপনার সাইট অথারাইজড হবে। এরপর আপনি যে কোন সাইটে আপনার অ্যাডসেন্স কোড ব্যবহার করতে পারবেন।





চিন্তা দূর হলো? জানি একটা জিনিস এখনও মনে খচখচ করছে। যদি আবার অ্যাকউন্ট ব্যান হয়ে যায়। সে ক্ষেত্রে আমি কোন গ্যারান্টি দিতে পারছি না। তবে কিছুটা আশার বানী শুনাতে পারি।



অ্যাডসেন্স অ্যাপ্রুভ করার আগে কিছু জিনিস দেখে এবং পরে কিছু জিনিস দেখে।



বিস্তারিত



অ্যাপ্রুভের আগে দেখে:



১. আপনার সাইটের বয়স

২. পোস্ট কন্টেটের সাইজ

৩. কোয়ালিটি

৪. প্রতিদিন ভিজিটর

৫. কপি করা পোস্ট

৬. কপিরাইটেড বিধি লঙ্ঘন করে এমন যে কোন পোস্ট

৭. অ্যাবাউট আস, প্রাইভেসি পলিসি, কন্টক্ট আস ইত্যাদি

৮. পোস্ট সংখ্যা

৯. পোস্ট কতোটা নিয়মিত

১০. সাইটের ডিজাইন কতটা সম্পন্ন

১১. আরও অনেক কিছু





অ্যাপ্রুভের পরে দেখে:

১. সবার আগে ইনভ্যালিড ক্লিক

২. কপি করা পোস্ট

৩. কপিরাইটেড বিধি লঙ্ঘন করে এমন যে কোন পোস্ট

৪. প্রতিদিন ভিজিটর

৫. ভিজিটর সোর্স পি.টি.সি. কিনা



তাই আমার মনে হয় পরের গুলা মেনে চলা খুব বেশি কঠিন হবে না। আর যদি ভিজিটর না থাকে তবে আপনার অ্যাডসেন্স থেকেই কি লাভ। আর বেশি ভিজিটর পেতে হলে আপনাকে তো নিয়মিত পোস্ট করতেই হবে তাই না? তাই পরের গুলো মেনে চললে আশা করি অত সহজে ব্যান খাবেন না। আর কিছু কি বলার প্রয়োজন আছে?



সময় পেলে আমার সাইটে একবার ঘুরে আসবেন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৬

রবিনের প্রান "বাংলাদেশ" বলেছেন: গ্রেট পোষ্ট

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.