নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি যা তা বলি

জি এম আকাশ

আমি গ্রামের কৃষকের সন্তান হঠাৎ পথ ভুলে তোমাদের মাঝে আসা।

জি এম আকাশ › বিস্তারিত পোস্টঃ

পরিবেশ দিবস

০৫ ই জুন, ২০১৩ রাত ১১:১৯

পরিবেশ দিবস



আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়ে গঠিত হয় পরিবেশ। এই সংজ্ঞাটি ১ম হতে ৫ম শ্রেণী পর্যন্ত আমরা বেশ মুখস্থ করেছি কানা হা-ফেজের মত।

আজ বিশ্ব সেই পরিবেশ দিবস। আজকের দিবস অন্তত মনে করিয়ে দেয় আমদের চারপাশে মানুষ ছাড়া অন্য আরও উপাদান বা অন্য কেও আছে। আর তাদের জন্য আমাদের যে কিছু করার প্রয়োজন আছে, তা এই দিবস এলে যেন মনে পড়ে।

তো আপনি আমি পরিবেশের জন্য কি কিছু করব? না এমনই চলবে। আমাদের যার যে টুকু সামর্থ্য আছে , তা নিয়ে এগিয়ে আসা উচিত নয় কি?

আমাদের একটু সচেতনতা, আমাদের একটু ভালবাসা আমাদের চারপাশের উপাদান গুলির জন্য বয়ে আনতে পারে শান্তির প্রলেপ।

তাই আসুন শপথ নিই, ভাল না করতে পারলে অন্তত-সচেতন ভাবে আমরা পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করব না । কি এই টুকু কি আমরা করতে পারি না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.