নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধূসর পৃথিবী

বারবার ভেঙে-চুরে নতুন করে গড়তে শেখা

জি,এম, শাহারীয়া আযম (রুমি)

জীবনকে দেখি জীবনের মতো। প্রতিটি ঘটনা, বস্তুকে দেখি পুংখানুপুঙ্খভাবে। নিজেকে বদলানোর চেষ্টা আমার অনেক আগের। নিজেকে জানার কাজ এখনো পুরাদমে চালিয়ে যাচ্ছি। স্বপ্নগুলোকে খুব সুন্দর করে লালন করছি। স্বপ্ন বুনি এবং সেগুলোকে নিয়েই বেচে যেতে চাই আজীবন। কারণ স্বপ্ন আমার চলার পথের সীমাহীন শক্তি। শত্রু হতে শিখিনি কখনো, বন্ধু হতে চাই এবং বন্ধু হয়ে প্রতারিত হতেও আমার সমস্যা নেই। বিসর্জন দিতে শিখেছি অনেক কিছুই, বাকী আছে স্বপ্ন। এগুলোকে বিসর্জন দিতে পারিনা হয়তো পারবোওনা কখনো। নিজেকে দেখি অন্যের দৃষ্টি দিয়ে এবং নিজেকে বিচার করি অন্যের বিচক্ষনতা দিয়ে। চিন্তা করি আমি আমার মতোই, ভাবতে চাই অবিরত। আল্লাহর কাছে ভিক্ষা চাই আমার এবং আমার স্বপ্নগুলোর বয়স যেন একই থাকে। তাঁকে ধন্যবাদ জানাই এই যুগে আমাকে পৃথিবীতে যৌবনে পদার্পন করানোর জন্য। ভালবাসি আমার দেশকে, আবার আমার দেশ নিয়ে সমালোচনা করি কা্রণ আমার ভালবাসা যাচাই করার জন্য।

জি,এম, শাহারীয়া আযম (রুমি) › বিস্তারিত পোস্টঃ

তাকে (?) খুব মনে পড়ছে..

২৪ শে জুলাই, ২০০৮ রাত ২:২৫

তোমাকে আজ খুব মনে পড়ছে। আধো আধো ঘুম চোখে তোমার কথা মনে পড়লো। জানি আমার এই লেখা তুমি পড়বেনা। তবুও সবার সাথে আমার মনে পড়াটুকু ভাগাভাগি করে নিতে চাই।



আমিতো তোমার কাছে বেশি কিছু চাইনি। শুধু চেয়েছি আমাদের ভালবাসার সফল পূর্ণতা সেটা হলো ঘরবাঁধা। সেদিন তুমি বলেছিলে আমাদের স্বপ্নের কথা। আর আজ ঘরবাঁধা তো দূরের কথা আমাকে সরাসরি বলে দাও (যখনি ফোন করি) যে তুমি আমাকে চেনো না।



কি করূন আমার ভাগ্য। তুমি আমার হৃদয়ের মধ্যে ঢুকে একটু দেখে এসো যেখানে তোমাকে রেখেছিলাম সেখানে এখনও তোমার পদচিহ্ন রয়েছে। ভেবনা কখনো যে অনেকদিন হয়েছে বলে আমি কাউকে নিয়ে তোমার সাথে দেখা স্বপ্নগুলো আবার দেখছি। ছি: মনেও করোনা।



তুমি আমার প্রিয় ভালবাসা.. যেমনটি ছিলে তেমনটি আছো। শুধুমাত্র তুমি নিজেকে বদলে নিয়েছো। অন্যের সাথে জড়িয়েছ তোমার স্বপ্ন। তাকে নিয়েই তুমি এখন মগ্ন। আর আমি...........





আমাকে এখন আমার নিজের কাছে দু:স্বপ্নের ফলাফল মনে হয় শুধু তোমারি কারণে।

মন্তব্য ৬ টি রেটিং +৪/-১

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০০৮ রাত ২:৫২

একরামুল হক শামীম বলেছেন: হুমম। শুভকামনা রইলো। আশা করছি আবার তাকে ফিরে পাবেন।

২| ২৪ শে জুলাই, ২০০৮ ভোর ৪:০৫

নিলা বলেছেন: কিছুই বলার নেই।

শুধু বলবো, চলে যাওয়া ভালোবাসাকে মনে করে কষ্ট না পাওয়াই ভালো। যেটা চলে গেছে সেটাকে ভালোবাসা বলে মনে করা উচিত না।

প্রার্থনা করি, অনেক অনেক ভালো থাকুন

৩| ২৪ শে জুলাই, ২০০৮ ভোর ৪:২৭

জটিল বলেছেন: Perfect Example of " Loser "
Damn man , have some spare girls and enjoy the Life..

৪| ২৪ শে জুলাই, ২০০৮ ভোর ৪:৩৫

নির্বাসিত বলেছেন: কষ্ট না পেলে কি এমনতরো একটা লেখা লিখতেন?

২৫ শে জুলাই, ২০০৮ দুপুর ২:১২

জি,এম, শাহারীয়া আযম (রুমি) বলেছেন: সাবাস ভাই, আপনিই আমার কষ্টটা বুঝেছেন।

৫| ২৫ শে জুলাই, ২০০৮ দুপুর ২:১১

জি,এম, শাহারীয়া আযম (রুমি) বলেছেন: শামীম ভাই, দোয়া করবেন আমি যেন তাকে কাছে পাই। আবার তাকে ভালবাসতে পারি। ধন্যবাদ আপনার প্রতি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.