নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানা ও জানানোর জন্যই বেচে থাকা। জীবন তো শুধুই কিছু মুহূর্তের সমষ্টি।

জিএমফাহিম

জানা ও জানানোর জন্যই বেচে থাকা। জীবন তো শুধুই কিছু মুহূর্তের সমষ্টি।

জিএমফাহিম › বিস্তারিত পোস্টঃ

পর্ণ দেখতে চান ?

০২ রা আগস্ট, ২০১৫ রাত ৮:৫৭




পর্ণ আমাদের কল্পনা জগতে প্রচুর ক্রোধ ও যাযাবরতা নিয়ে আসে যা প্রাকৃতিকভাবে আমাদের মাঝে থাকে না। শুধু মাত্র পর্ণ দেখেই আপনি চাহিদা বাড়াচ্ছেন পতিতাবৃত্তি আর পর্ণ ইন্ডাসস্ট্রিকে উৎসাহ দিচ্ছেন। আর পতিতা হওয়া কোন নারীরই ছোটবেলার ইচ্ছা না। এটা সবসময়ই কোন বড়রকম সামাজিক, পারিবারিক বা অর্থনৈতিক সমস্যা থেকে জন্ম নেয়।

আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের সঙ্গম সম্পর্কে বোঝার জন্য পর্ণ দেখার কোন দরকার নেই। পর্ণ কখনই স্বাস্থ্যকর যৌনসজ্ঞমকে প্রকাশ করে না। এটা সর্বদাই পুরুষের আয়েশ আর নারীর আনুগত্য প্রকাশ করে।

যদি "পর্ণ" একজন ব্যাক্তি হত আর আপনি যদি তাকে জিজ্ঞেস করতেন "যৌনতা কি?"। সে উত্তর দিত, পুরুষ যেটায় আয়েশ পায় সেটাই যৌনতা। যৌনতা হচ্ছে কোন রকম চুম্বন আর আলিঙ্গন ছাড়া নারীর সাথে নির্মমভাবে সজ্ঞম করা। যৌনতা হচ্ছে নারি বা ছোট বালিকাকে কষ্ট দিয়ে কাঁদানো। যৌনতা হচ্ছে এমন কিছু বোজানো যা পুরুষকে ধর্ষণ করতে অনুপ্রাণিত করে।


আপনি যদি যেকোন সাধারন পর্ণ সাইটে যান তাহলে দেখতে পাবেন পর্ণ ক্যাটাগরি। সেই ক্যাটাগরিতে Rape, Webcam, Abuse ও জায়গা পায়। কোন সুস্থ মস্তিষ্কের মানুষ ওটা কিভাবে দেখে আমার মাথায় আসে না।

আপনি যদি সবচেয়ে হাল্কা উগ্রতাপূর্ণ পর্ণও দেখেন সেখানেও কমপক্ষে ৮০% ভিডিওতে ছেলে সঙ্গি মেয়ের গায়ে হাত দেয় না। কনফিউসড ? আচ্ছা বোঝাচ্ছি। পর্ণ এ সজ্ঞম করার সময় ক্যামেরা ফোকাস করে সঙ্গমের স্থলে। ছেলের হাত যাতে ক্যামেরার ফোকাসে বাধা না দেয় তাই ছেলে হাত পিছন করে রাখে। আর মেয়ে স্থিরভাবে থাকতে হয় পুরো সময় জুরে, চুলগুলো যেন কেমেরায় বাধা না দেয়, টার মেকআপ যেন ঠিক থাকে। কারন এ জন্য ঐ তাকে টাকা দেয়া হচ্ছে। এটা মেয়ের পক্ষে খুবই যন্ত্রণাদায়ক । আর এটা বাস্তব জীবনেও কেউ করে না। কম বয়স থেকে এই ধরণের ক্রিয়া দেখার পর আমার আশা জাগতে পাড়ে নিজের খেত্রেও এমন কিছু করার। কিন্তু ৯৯ ভাগই পায় না। যার কারনে পার্সোনাল জীবনে আপনি আসাহত হন, বা আপনি আপান্র সঙ্গির কাছ থেকে সেই প্রেষণা না পাওয়ায় সেই আকর্ষণ পান না যেটা পর্ণ আপনাকে নেয়। আর এটা সারাজিওনের জন্য । আপনার বৈবাহিক জীবনকে এতটা প্রভাবিত করতে পারে পর্ণ।

পর্ণ আমাদের চেতনাকে নষ্ট করার আগে, সেক্স আমাদের কাছে সম্পূর্ণ কৌতূহল হয়ে থাকে। সে কি বলবে? দুজনের ভালবাসা, আস্তে আস্তে সিঁড়ির মত করে সেক্স এ গিয়ে পৌঁছাবে। সেটা খুবই সুন্দর ও প্রয়োজনীয় অনুভুতি।

পর্ণ আমাদের চেতনাকে জয় করে, আমাদের মনকে বিকৃত করে। আমরা সাভাবিকভাবে চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলি। জখনি আমরা সেক্স নিয়ে ভাবি আমাদের মাথায় সেই সব পশুত্ব, উগ্রতা ফ্ল্যাশ মারতে থাকে। এটাই পর্ণ দেখার ফল।

এরপরও কি আপনি পর্ণ দেখতে চান ? এটা আপনার ব্যাপার।


( বিঃদ্রঃ লেখাটা র‍্যান গেভরেলির টেডটক থেকে অনুপ্রাণিত )

মন্তব্য ২২ টি রেটিং +১০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৫ রাত ৯:২০

মিজভী বাপ্পা বলেছেন: উপযোগী পোস্ট ভাই :)

০২ রা আগস্ট, ২০১৫ রাত ৯:৩০

জিএমফাহিম বলেছেন: ধন্যবাদ, বাপ্পা ভাই।

২| ০২ রা আগস্ট, ২০১৫ রাত ৯:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: পর্ণ আমাদের চেতনাকে নষ্ট করে, আমাদের মনকে বিকৃত করে।
আমরা স্বাভাবিকভাবে চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলি।
যখনি আমরা সেক্স নিয়ে ভাবি আমাদের মাথায় সেই সব পশুত্ব, উগ্রতা ফ্ল্যাশ মারতে থাকে। এটাই পর্ণ দেখার কু-ফল।

পর্ণ নিয়ে সচেতনতা তৈরী না হলে সামনের কয়েক জেনারেশন এই বিকৃতি নিয়ে পরবর্তী আরো বিকৃত াসুস্থ জেনারেশনের জন্ম দেয়ার সম্ভাবনা বাড়িয়ে তোলে। শুধু এভারেজ নিসেধাজ্ঞা না দিয়ে এমন মৌলিক জ্ঞান দিয়ে বিষয়টা বোঝালে মনে হয়না কেউই পর্ণ আসক্তিতে মজতে চাইবে!

+++

০২ রা আগস্ট, ২০১৫ রাত ৯:২৯

জিএমফাহিম বলেছেন: ঠিক বলেছেন। আমাদের এভাবে পর্ণের ক্ষতিকর ব্যাপারগুলো আমরা মানুষের মাঝে ছড়িয়ে দিলে আশা করি এই প্রবনতা কিছুতা হলেও প্রশমন করা সম্ভব।

৩| ০২ রা আগস্ট, ২০১৫ রাত ৯:৩৩

অদৃশ্য যোদ্ধা বলেছেন: অসম্ভব ভালো ও সময়োপযোগী লিখা

৪| ০২ রা আগস্ট, ২০১৫ রাত ৯:৩৬

বেসিক আলী বলেছেন: সত্য কথা গুলো সুন্দরভাবে উপস্থাপনের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ।

৫| ০২ রা আগস্ট, ২০১৫ রাত ৯:৪০

আরণ্যক রাখাল বলেছেন: পর্ণ দেখাও একপ্রকার আসক্তি!
আজকাল আমাদের দেশে রাজন হত্যার মতো ব্যাপার ঘটছে শুধু বিকৃত মানসিকতার জন্য, পর্ণও অনেকাংশে এজন্য দায়ী

২৭ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

জিএমফাহিম বলেছেন: ঠিক বলেছেন।

৬| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ৩:০৩

মো: আকরাম খান বলেছেন: Our Govt. should be banned all pornsites.

০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৯

জিএমফাহিম বলেছেন: আজকে ভারত ৮০০টির মত পর্ণসাইট বন্ধ করলো। আমাদের দেশেরও এই ব্যাপারে সেন্সর করা উচিত।

৭| ০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আরও আছে ''চটি'' সাইট । মা খালা বোন শাশুড়ি -------------
পাঠকের মস্তিস্কে এসবও সেটআপ হয়ে যাচ্ছে । আগামী ১০ বছরে সেক্সের ক্ষেত্রে এদেশে বিরাট অরাজকতা বিরাজ করবে ।
সরকারের উচিত প্রতিরোধের আগাম উপায় বের করা ।
আল্লাহ আমাদের হেফাজত করুন ।

০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩২

জিএমফাহিম বলেছেন: আজকে ভারত ৮০০টির মত পর্ণসাইট বন্ধ করলো। আমাদের দেশেরও এই ব্যাপারে সেন্সরশিপের উদ্যোগ গ্রহন করা উচিত।

৮| ০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৫

যোগী বলেছেন:

আমার মনে হয় না পর্ন বা এক্স রেটেড সাইট কখনোই বন্ধ করা সম্ভব হবে। এটাকে নিয়ন্ত্রন করতে গেলে অন্য ঝামেলা সৃষ্টি হবে। তখন কিছু মানুষ পর্ন নিয়ে রমরমা ব্যাবসা শুরু করবে। পর্ন মানুষের ঘরে ঢুকবে নেটের মাধ্যমে না মেমরিতে।

০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩১

জিএমফাহিম বলেছেন: অন্য কি রকম ঝামেলা হতে পারে? আমি আপনার কথাটা ঠিক ধরতে পারলাম না।

৯| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৪

আবু শাকিল বলেছেন: ইসলামী নিয়ম মেনে চললেই এসব আসক্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব ।

১০| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩৪

েমাঃ আব্দুর রািশদ বলেছেন: সুন্দর ও সুস্থ লেখা

০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪২

জিএমফাহিম বলেছেন: লেখাটা খুব চেলেঞ্জিং ছিল। কিছু জায়গায় শব্দ চয়নে খুব সাবধান হতে হয়েছে। ভাল লাগছে আপনাদের পজিটিভ মন্তব্য পেয়ে।

১১| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আবু শাকিল বলেছেন: ইসলামী নিয়ম মেনে চললেই এসব আসক্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব ।

১২| ০৩ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

াজার বলেছেন: পর্ণ আমাদের চেতনাকে নষ্ট করে, আমাদের মনকে বিকৃত করে।

১৩| ০৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২২

রুদ্রছায়া বলেছেন: নাইস!

১৪| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৭

গেম চেঞ্জার বলেছেন: ভালো বলেছেন। +

১২ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৯

জিএমফাহিম বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.