নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানা ও জানানোর জন্যই বেচে থাকা। জীবন তো শুধুই কিছু মুহূর্তের সমষ্টি।
আজকে আমি কিছু জিনিস কনফেস করতে চাই। কিছুদিন আগে আমি আমার ভাইএর সাথে কিছু বৈচিত্র্যময় বই নিয়ে আলোচনা করছিলাম। আমি তাকে রীতিমত চমকিয়ে দেই যখন যে জানতে পারি আমি জীবনে খুব কম বই পড়েছি। সবকিছু গুনলে হয়তো তিন অংকে যাবে কিনা সন্দেহ। সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে আমি হিমু, মিসির আলি বা তিন গোয়েন্দার কিশোরের সাথে পরিচয় রাখিনি। আমি জানি একজন ২২ বছর বয়সি ব্লগারের জন্য এটা একটা লজ্জাজনক ব্যাপার।
এমন না যে আমি আমার শৈশব মাঠে খেলেধুলে পাড় করেছি। আমার শৈশব কেটেছে একা, মফসসলের জন্য বাচ্চাদের মত না। আমি খুবই আগ্রহি ছিলাম সরাসরি প্রাপ্ত জ্ঞান নিয়ে, যেটাকে অনুধাবন করে বুঝতে হয় না। সরাসরি বুঝা যায়। তাই আমার কৈশোরের অধিকাংশ বিকাল কেটেছে পিসিতে অফলাইন বিশ্বকোষের (Encyclopaedia Britannica Library) ডাটাবেজ পড়ে বা ডিসকভারি চ্যানেল দেখে, প্রকৃতিকে অব্জারভ করে।
সম্প্রতি ফেসবুক এর প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে দেখলাম গতবছর তিনি "A year of Books" চ্যালেঞ্জ নিয়েছিলেন, সেটা সফলভাবে করতে পেরেছেন। প্রতি ২ সপ্তাহে একটি করে বই। https://www.goodreads.com/list/show/83605.A_year_of_books_Mark_Zuckerberg_bookclub দেখে নিতে পারেন।
বইএর সাথে যোগ না থাকার এই অবস্থা থেকে আমি সরে আসতে চাই। তাই ২০১৬ এর ব্যস্ত সময়ের মধ্যেও আমি ৫২টি বই পড়বো। প্রতি শুক্রবার আমি প্রতিটি বই নিয়ে একটি করে রিভিও ব্লগও লিখবো। আশা করি আমার এই চ্যালেঞ্জ ধরে রাখতে পারি।
“Books are the ultimate Dumpees: put them down and they’ll wait for you forever; pay attention to them and they always love you back.”
― John Green
যদি ব্লগার ভাইদের কোন বইএর সাজেশন দেয়ার থাকে তাহ্লে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। ধন্যবাদ।
০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৩
জিএমফাহিম বলেছেন: ধন্যবাদ, ভাই
২| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪১
দরবেশমুসাফির বলেছেন: এই পোস্ট ২ টি হয়তো আপনার কাজে লাগবেঃ
http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/29530584
http://www.somewhereinblog.net/blog/colegitarealblog/29530648
৩| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৭
আরজু পনি বলেছেন:
বই: একটি সমগ্র পোস্ট আমার এই পোস্টটি পড়ে আসুন এক্ষুনি কাজে লাগবে নিশ্চিত ।
Goodreads: Book reviews, recommendations, and discussion সাইটটাও আপনাকে হেল্প করতে পারে সিদ্ধান্ত নিতে ।
পরিকল্পনা বাস্তবায়িত হোক...অনেক শুভকামনা রইল ।
ওকে আমি কোন চ্যালেঞ্জ নিলাম না, কিন্তু আজ থেকে ২০১৬ এর বই পড়ার হিসাব রাখা শুরু করবো...আপনার পোস্ট পড়ে অনুপ্রেরণা পেলাম ।
৪| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫১
আরজু পনি বলেছেন:
আমার কন্যা ক্লাস ফাইভে পড়ে । আরো ছয়-মাস বছর আগেই ওর পাঞ্জেরী থেকে প্রকাশিত প্রায় (প্রাইড এ্যান্ড প্রেজুডিস ছাড়া) সব কিশোর ক্লাসিক পড়া শেষ । এখন পড়ছে জাফর ইকবালের বই...আমি ভাবছি ওকে কাকাবাবু পড়তে দিব ।
আপনার টার্গেটটা ওকে জানাবো, দেখি ও কী টার্গেট নেয়...
০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১০
জিএমফাহিম বলেছেন: অবশ্যই। আ
৫| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৫
ডাঃ নাসির বলেছেন: সত্যিই খুব ভাল উদ্যোগ। সাথে হাদিস শরীফও পড়তে পারেন।
©somewhere in net ltd.
১| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৭
দরবেশমুসাফির বলেছেন: ১। ওল্ড ম্যান এন্ড দি সি - আরনেস্ত হেমিংওয়ে
২। অল কয়াইট ইন ওয়েস্টার্ন ফ্রন্ট - এরিখ মারিয়া রেমারক
৩। লা মিজারেবল - ভিক্টর হুগো
৪। রাইফেল রোটি আওরাত- আনোয়ার পাশা
৫। ইস্পাত- নিকোলাই অস্ত্রভ্স্কই
৬। আ টেল অব টু সিটিজ - চার্লস দিকেন্স
৭। রুবায়আতই ওমার খাইয়াম - ওমার খাইয়াম
৮। ঘরে বাইরে- রবীন্দ্রনাথ ঠাকুর
৯। পদ্মা নদীর মাঝি- মানিক বন্দ্যোপাধ্যায়
১০। দেবদাস - শরতচন্দ্র চট্টোপাধ্যায়