নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানা ও জানানোর জন্যই বেচে থাকা। জীবন তো শুধুই কিছু মুহূর্তের সমষ্টি।

জিএমফাহিম

জানা ও জানানোর জন্যই বেচে থাকা। জীবন তো শুধুই কিছু মুহূর্তের সমষ্টি।

জিএমফাহিম › বিস্তারিত পোস্টঃ

২০১৬ বুক রিডিং চ্যালেঞ্জ । চতুর্থ সপ্তাহ। বুক রিভিওঃ যদ্যপি আমার গুরু ( আহমেদ ছফা )

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৫



একজন গুরুর জন্য সবচেয়ে বড় প্রাপ্তি সেটাই যদি শিষ্য তাকে ইতিহাসের পাতায় অমর করে রাখার প্রয়াস করে। জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাকের প্রতি আহমেদ শফার চেষ্টাটাই ছিল সেরকম। ঢাকাইয়া ভাষায় বলা অধ্যাপক আব্দুর রাজ্জারের কথায় মধ্যে সাহিত্য, সমাজবিজ্ঞান, রাস্ত্রবিজ্ঞান, ইতিহাস, ধর্ম-সংস্কৃতির গভীর অনুধারন নজিরবিহীন ছিল তো বটেই, আঞ্চলিকতার ছাপের কারনে কথাগুলো শুনতেও এক অদ্ভুত তৃপ্তিই পাচ্ছিলাম।


আমার 2016 Reading Challenge এর চতুর্থ সপ্তাহে ভাইয়ার সবচেয়ে প্রিয় লেখকদের একজন আহমেদ শফার "যদ্যপি আমার গুরু" বইটি পড়লাম। সপ্তাহের বাকি ৬ দিন আলস্যের কারনে শেষের দিন এসে ছোট বই হিসেবে এটা ছিল আদর্শ। ১০০ পৃষ্ঠার বইটি বিপুল আনন্দ নিয়ে এক পড়ায়ই শেষ করলাম। (যারা আমার রিডিং চ্যালেঞ্জ সম্পর্কে জানেন না)


১৯৯৮ সালে প্রথম প্রকাশিত কথোপকথনধর্মী বইটির মুল অংশ ১৯৭০ সালে সময় আহমেদ ছফার সাথে অধ্যাপক আব্দুর রাজ্জাকের সাক্ষাতের সময় থেকে শুরু। অসাধারণ এক পড়ায় শেষ করার মত বইটি আমার মতে সবার বুকশেলফে একটা করে থাকা উচিত।

রেটিংঃ ৪.১/ ৫.০

সেরা উক্তিঃ
"আপনে যখন মনে করলেন, কোনো বই পইড়্যা ফেলাইলেন, নিজেরে জিগাইবেন যে-বইটা পড়ছেন, নিজের ভাষায় বইটা আবার লিখতে পারবেন কি না। আপনের ভাষার জোর লেখকের মতো শক্তিশালী না অইতে পারে, আপনের শব্দভান্ডার সামান্য অইতে পারে, তথাপি যদি মনে মনে আসল জিনিসটা রিপ্রোডিউস না করবার না পারেন, ধইর‍্যা নিবেন, আপনের পড়া অয় নাই।"

( বইটি সংগ্রহ করুন এখান থেকে )



আরও পড়ুনঃ
২০১৬ বুক রিডিং চ্যালেঞ্জ । দ্বিতীয় সপ্তাহ । বুক রিভিও ঃ The Prince by Niccolo Machiavelli
২০১৬ বুক রিডিং চ্যালেঞ্জ তৃতীয় সপ্তাহ । বুক রিভিওঃ নিষ্ফলা মাঠের কৃষক (আবদুল্লাহ আবু সায়ীদ)
২০১৬ বুক রিডিং চ্যালেঞ্জ । পঞ্চম সপ্তাহ। বুক রিভিওঃ Waking Up ( Sam Harris )
২০১৬ ২০১৬ বুক রিডিং চ্যালেঞ্জ । ষষ্ট সপ্তাহ। বুক রিভিওঃ মূলধারা'৭১ (মঈদুল হাসান)

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৫

প্রামানিক বলেছেন: চমৎকার বুক রিভিউ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.