নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানা ও জানানোর জন্যই বেচে থাকা। জীবন তো শুধুই কিছু মুহূর্তের সমষ্টি।
জন্ম থেকেই স্বাধীন,সার্বভৌম ও গৌরবময় ইতিহাসের একটি দেশকে আমি পেয়েছি। বর্তমান জেনারেশনের মানুষ জানে না স্বাধীনতার গুরুত্ব কি। মাঝে মাঝে আম্মুর কাছ থেকে শুনি স্বাধীনতার কিছু ঘটনা। কিভাবে ২৫শে মার্চে জীবন বাচানোর জন্য রাতের আধারে পালিয়ে আসতে হয়েছিল আজিমপুর থেকে।
স্বাধীনতার ইতিহাস সম্পর্কে আমাদের ধারনা খুবই স্বল্প ও মুলত টেক্সটবুককেন্দ্রিক; পরিবারের রাজনৈতিক আদর্শের প্রভাবে কিছুটা ঘোলাটেও হয়ে যায় আমাদের ইতিহাসজ্ঞান। আমরা জানি না কেন ও কিভাবে সংগ্রামের সুচনা হল, কতটা নির্মম ছিল রাজাকার ও পাকিস্তানিদের কর্মকাণ্ড, কিভাবে স্বাধীনতা পেলাম আমরা।
আমার " ২০১৬ বুক রিডিং চ্যালেঞ্জ " এর ষষ্ঠ সপ্তাহে মুক্তিযুদ্ধ নিয়ে লেখা মইদুল হাসানের "মূলধারা'৭১" পড়লাম। অসাধারণ রেফারেন্সিং ও অনেকটা পক্ষপাতমুক্ত এই বইটি যারা স্বাধীনতার সময়ের অবস্থা সম্পর্কে জানতে চায় তাদের জন্য নিঃসন্দেহে প্রথমপাঠ্য।
এই বইতে ১৯৭১ সালের রাজনৈতিক, সামরিক ও কূটনৈতিক সকল উপাদানগুলো একত্রে তুলে ধরা হয়েছে। এই সবকিছু একত্রে কিভাবে ধীরে ধীরে স্বাধীনতার সূর্যোদয় ঘটিয়েছিল তাই বইটির মূল বিষয়বস্তু।
রেটিংঃ ৪.৭ / ৫.০
আরও পড়ুন
২০১৬ বুক রিডিং চ্যালেঞ্জ । দ্বিতীয় সপ্তাহ । বুক রিভিও ঃ The Prince by Niccolo Machiavelli
২০১৬ বুক রিডিং চ্যালেঞ্জ তৃতীয় সপ্তাহ । বুক রিভিওঃ নিষ্ফলা মাঠের কৃষক (আবদুল্লাহ আবু সায়ীদ)
২০১৬ বুক রিডিং চ্যালেঞ্জ । চতুর্থ সপ্তাহ। বুক রিভিওঃ যদ্যপি আমার গুরু ( আহমেদ ছফা )
২০১৬ বুক রিডিং চ্যালেঞ্জ । পঞ্চম সপ্তাহ। বুক রিভিওঃ Waking Up ( Sam Harris )
©somewhere in net ltd.