নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানা ও জানানোর জন্যই বেচে থাকা। জীবন তো শুধুই কিছু মুহূর্তের সমষ্টি।

জিএমফাহিম

জানা ও জানানোর জন্যই বেচে থাকা। জীবন তো শুধুই কিছু মুহূর্তের সমষ্টি।

জিএমফাহিম › বিস্তারিত পোস্টঃ

যে গরীব চাউলের দাম বাড়লে পচা কাঁঠাল খাইয়া বাচে, তার কষ্ট তুমি শাহী জিলাপি, হালিম-কাঠিকাবাব চাইখা কেমবে বুঝবা ?

৩০ শে মে, ২০১৬ রাত ৮:০৮



অদ্ভুত জাতি আমরা বাঙ্গালি

গরীবের নামে Event খুলি, গরিরের লগে ফুডু তুইলা ফেবুতে পোস্ট মাইরা PROI (Personal Return on Investment) ওরফে লাইক-কমেন্ট-শেয়ার আদাই করি। আর সাধনার মাসে সন্ধ্যার ভালা ঢেঁকুর তুলার লিগা রান্নার পাতিলাডা তেল-পিয়াজে টুবুটুবু করি।

আর ওইদিকে বাঙ্গালির খাবারের ডিমান্ড বাড়ায়, গরীব তো রমজানের বাজার দর শুইনাই কাইত। ছোটোবেলায় পাঠ্যবইয়ে পড়সিলাম, দিনভর খালি পেটে থাকলে গরীবের কষ্ট বুঝন যায়।

যে গরীব চাউলের দাম বাড়লে পচা কাঁঠাল খাইয়া বাচে, তার কষ্ট তুমি শাহী জিলাপি, হালিম-কাঠিকাবাব চাইখা কেমবে বুঝবা ?

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৬ রাত ৮:১৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম। উচিত কথা। সহমত। এগিয়ে যান কবি, শুভাশিস রইল।

২| ৩০ শে মে, ২০১৬ রাত ৯:০৪

প্রামানিক বলেছেন: উচিৎ কথা

৩| ৩০ শে মে, ২০১৬ রাত ৯:১১

দেশপ্রেমিক পোলা বলেছেন: হুম ভাল হয়েছে বিষয়বস্তুও ভাল, আরেকটু বড় করে গুছিয়ে লিখলে ভাল হতো।

৪| ৩০ শে মে, ২০১৬ রাত ৯:২৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: একে বারে সত্যি কথা। গরীবদের কষ্ট কে বুঝার আছে!

৫| ৩০ শে মে, ২০১৬ রাত ৯:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: চাই প্রকৃত মনে প্রকৃত সেবা!

লোক দেখানো নয়!


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.