নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানা ও জানানোর জন্যই বেচে থাকা। জীবন তো শুধুই কিছু মুহূর্তের সমষ্টি।
কি আর বলবো?
হাজারো মিথ্যের মাঝে আমি এক মিথ্যে,
এক মিথ্যে পথিকের আর কি বা নতুন বলার থাকে!
এক জঞ্জাল বাস্তবতার জীবনে
টিকে থাকার অজুহাতে করা অন্যায়;
যে অন্যায্য দেখে কপাল ভাঁজ হতো,
আজ সে অন্যায় করেকরে পড়েছে কপালে ভাঁজ।
আঙুল তোলার লোকের ফাঁকে
দিয়ে যাই কত শত কুযুক্তি;
অসহায়দের নির্লিপ্ততায় হয়ে উঠি স্বৈরশাসক।
এখন তো আয়নার মাঝেও
নিজেকে দেখি না;
কে এই মানুষটা!
মানুষ তো? প্রাণ আছে এখনো!?
হৃদপিণ্ডে কি রক্ত চলে? নাকি কাদা?
নৈতিকতার কথা সব ভণিতা লাগে।
জুলুমই যেন সভ্যতার বিবর্তনের হাতিয়ার।
তবে তা সবসময় না,
নিজের জুলুমে কমরেড খুঁজে বেড়াই।
কোথায় আমার কমরেড? কোথায় আমি?
২| ১৪ ই মার্চ, ২০২৩ দুপুর ১:১০
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১| ১৪ ই মার্চ, ২০২৩ দুপুর ১২:৩৮
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর এক অনুভব প্রকাশ