নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানা ও জানানোর জন্যই বেচে থাকা। জীবন তো শুধুই কিছু মুহূর্তের সমষ্টি।

জিএমফাহিম

জানা ও জানানোর জন্যই বেচে থাকা। জীবন তো শুধুই কিছু মুহূর্তের সমষ্টি।

জিএমফাহিম › বিস্তারিত পোস্টঃ

সেভেন সিস্টার্স (পর্ব ১.২) - মনিপুরের বর্তমান ও বাংলাদেশ

১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৪২



মণিপুরের ভারতের অংশ হওয়ার ইতিহাস কিছুটা কাশ্মীরের মতো। ব্রিটিশদের গোলামি শেষে সবেমাত্র একটা গনতান্ত্রিক রাষ্ট্র হয়েছিল মনিপুর। রাজা বোধচন্দ্র সিংহ কোন কূটনৈতিক কাজে শিলং এসেছিল। এই সুযোগে তাকে গৃহবন্ধি করে রাখা হয় আর ভারতের অংশ হওয়ার জন্যে চাপ দিতে থাকে। প্রজাদের ইচ্ছাকে মাটিচাপা দিয়েই ভারতের মাপচিত্রের বর্ধিত অংশ করতে হয় মনিপুরকে। বিপরীতে ভারতের কাছে নিজস্ব সংবিধান রাখার প্রস্তাবও শেষ পর্যন্ত ব্যর্থ হয়। আর সেই রাজা বোধচন্দ্র ইতিহাসের অংশ হয়ে যায় শুধু ভারতের অংশ হওয়ার জন্যে না; সাথে সাথে মনিপুরের শেষ রাজা হওয়ার জন্যেও

ভারতের অংশ হতে বাধ্য করার প্রতিবাদে অনেক সংগঠিত গ্রুপই অস্ত্র হাতে ভারতের বিরুদ্ধে তাদের স্বাধিকার আন্দোলন শুরু করে। মৈতৈদের মধ্যে ছিল UNLF, KCP, PLA, PREPAK আরও অনেকে। এদের অধিকাংশই মাওবাদী ধারার বিশ্বাসী আর দাবি করা হয় চায়না থেকে তাদের মদদ আসে। একই প্যাটার্ন পাওয়া যায় নাগা জাতিদের মধ্যেও। কিন্তু কুকিদের এখানে একটা পার্থক্য থাকে। তাদের একটা বড় অংশ ভারতের অধীনেই থাকতে চায়।

এটা বলে রাখা জরুরি যে মনিপুর ভারতের অংশ ১৯৪৯ সালে হলেও তাদের পূর্ণ অঙ্গরাজ্য করা হয়নি আরও দুই যুগ। তার আগে পন্ডিত নেহেরু ১৯৬০ সালে মনিপুর ভূমি সংস্কার আইন পাশ করে। যার ফলে পাহাড়ি অঞ্চলের কুকিরা মৈতৈদের অঞ্চলের জমি কিনতে পারত; কিন্তু মৈতৈরা পাহাড়ী অঞ্চল (যেটা কিনা মনিপুরের প্রায় ৯০ ভাগ এরিয়া) যেখানে জমি কিনতে পারবে না। এটার কারনে কুকিদের সাথে মনিপুরিদের বিভেদ আরও বেড়ে যায়। বিগত শতাব্দীর শুরুর দিকে মনিপুরে কুকিদের জনসংখ্যা ছিল ১% যেখানে এখন প্রায় ২৩% এর মত। অন্যদিকে যে সমস্যাটার কারণে আজকের দিনেও মনিপুরে রক্তপাত হচ্ছে। “Scheduled Tribes” বা তফসিলি জনজাতি।

Scheduled Tribes(ST) বা তফসিলি জনজাতি ভারতীয় সংবিধান অনুযায়ী সুবিধাবঞ্চিত আর্থসামাজিক জনগোষ্ঠীদের বুঝানো হয়। তফসিলি জাতি কারা এটা নির্ণয় করে লগুর কমিটি আর সিদ্ধান্ত দেয় স্বয়ং রাষ্ট্রপতি। এসটি ক্যাটাগরির জাতিদের চাকরি, শিক্ষা, ভূমিগত সুযোগের অগ্রাধিকার ইত্যাদি আছে যেটা অন্য ক্যাটাগরিতে নেই। তফসিলি জনজাতির মানদণ্ড হচ্ছে আদিমতা, পৃথক সংস্কৃতি, ভৌগোলিক বিচ্ছিন্নতা, অনগ্রসরতা ইত্যাদি। কুকিরা তফসিলি জনজাতির তালিকাভুক্ত। উল্লেখ্য লগুর কমিটি নিয়মিত এই তালিকা হালনাগাদ করে থাকে। নানাবিধ কারণে অনেক জনজাতিদের বাদ দেয়া হয়, আবার যুক্তও করা হয়। এটা হচ্ছে একটা পলিটিকাল অস্ত্র; এটা ব্যবহার করে ভারতের কেন্দ্রীয় সরকার মনিপুর ও অন্যান্য জায়গায় নিজেদের নিয়ন্ত্রণ টিকিয়ে রাখার চেষ্টা করে।

মৈতৈরা অনেক বছর ধরেই তফসিলি জনজাতির তালিকাভুক্ত হতে চাচ্ছে। যদিও এটার মানদন্ডের অনেক কিছুই আসলে তাদের সাথে মিলে না। ভারতের অংশ হওয়ার পর থেকে নানান সময়ই আবেদন করেছে আর প্রতিবারই রিজেক্ট হয়েছিল। আর যতবারই এটা নিয়ে কোন নিউজ আসে; তখনই কুকি আর মৈতৈদের মাঝে সংঘর্ষ লেগে থাকে। শেষবার সংঘর্ষ শুরু হয় ২০২৩ এ; যেটা এখনো চলছে।

মনিপুরের রিয়ালিটি এতটা বাজে যে সেখানে পুলিশ পর্যন্ত দুই জাতিতে বিভক্ত। সংঘর্ষ হলে পুলিশ পর্যন্ত নিজেদের জাতিদের হাতে অস্ত্র তুলে দেয়; আর কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে যে অঞ্চলে তাদের সংখ্যাগরিষ্ঠ বেশি সেখানে চলে যায়। বিগত ১৬ মাসে শত শত ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া হয়েছে, ৬০০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, প্রায় আড়াইশ মানুষ মারা গিয়েছে, ধর্ষণ ও লুটপাতেরও অসংখ্য কেস রয়েছে। এই যুদ্ধে ড্রোণ দিয়ে বোমা এমনকি রকেট পর্যন্ত ব্যবহার করা হয়েছে। এত কিছুর পরেও নরেন্দ্র মোদী এই পরিস্থিতি নিয়ে কোন কমেন্টই করছে না। যার কারণে বিশেষ করে মৈতৈদের মাঝে আর ও ক্ষোভ সৃষ্টি হচ্ছে।

*মনিপুরের সম্ভাব্য ভবিষ্যৎ*
যুদ্ধের কারণে ইতমধ্যেই পাহাড়ি অঞ্চল থেকে মৈতৈরা সমতলে চলে এসেছে আর অনেক কুকিরা সমতল থেকে পাহাড়ি অঞ্চল, মিজোরাম, ত্রিপুরা চলে যাচ্ছে। এটা সহজেই অনুমিয় যে সামনে মনিপুরের জনবসতিগুলো আরও বিভক্ত হয়ে যাবে। তাই হয়ত কুকিদের দাবির ভিক্তিতে মনিপুরকে দুইটা আলাদা প্রশাসনে ভাগ করা হতে থাকে। পাহাড়ী অঞ্চলগুলো কুকিদের নিয়ন্ত্রণে থাকবে আর তারা মনিপুরের রাজ্য সরকারের জায়গায় সরাসরি দিল্লীর কাছে জবাবদিহি করবে। অন্যদিকে চারিদিকে পাহাড়ে বেষ্টিত সমতল উপত্যকা মৈতৈদের কন্ট্রোলে থাকবে। মনিপুরের মাত্র ১০ ভাগ জায়গার নিয়ন্ত্রণ রেখে মৈতৈদের অতীতের সাম্রাজ্যের সোনালি ইতিহাস নিয়ে গল্প বলা ছাড়া আর কিছুই থাকবে না।

আর যদি ভারত পুরোপরি মনিপুর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তাহলেও কুকি আর মনিপুরের রক্তপাত বন্ধ হবে না। যে আসাম রাইফেলস এর মাধ্যমে দুই ভাগকে আলাদা রাখার চেষ্টা হচ্ছে সেই না থাকলে সংখ্যাগরিষ্ঠ মৈতৈরা কুকিদের উচ্ছেদের চেষ্টা করবে পুরো মনিপুর অঞ্চল থেকেই। কিন্তু পাহাড়ে আসলে নিয়ন্ত্রণ তৈরি করা একটা অসম্ভব কাজ; তাই স্বাধীন মনিপুরে কুকি আর মৈতৈদের যুদ্ধ চলতে পারে আরও কয়েক যুগ।

*বাংলাদেশের কূটনৈতিক পথ*
বাংলাদেশের সাথে মনিপুরের কোন সরাসরি সীমান্ত নাই। কিন্তু কুকিদের প্রভাব আর মাদকব্যবসা মিজোরাম হয়ে পার্বত্য চট্টগ্রামে সাপ্লাই চেইন আছে। তাই পরোক্ষভাবে হলেও সেখানকার গন্ডগোলে বাংলাদেশ প্রভাবিত হতে পারে। বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক ভারসাম্যের জন্যে মৈতৈদের প্রতি সেন্টিমেন্ট কাজ করা স্বাভাবিক। আর সে অঞ্চলে তারা গনতান্ত্রিক ও স্থিতিশীল স্বাধীন রাষ্ট্র তৈরি করার ক্ষমতা রাখে; ঐতিহাসিক প্রমাণও আছে। কিন্তু বাংলাদেশকে কখনোই অস্থিতিশীল পরিস্থিতিতে অফিশিয়ালি কাউকে স্বীকৃতি দেয়া উচিত হবে না। বরং এটা আমাদের পররাষ্ট্রনীতিকে আরও দুর্বল করবে। অবশ্য যেকোন ন্যায্য রাজনৈতিক সংগ্রামকে মদদ দেয়ার অনেক বিকল্প পন্থা রয়েছে।


আগের পর্ব
- সেভেন সিস্টার্স (পর্ব ১.২) - মনিপুরের অতীত

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৫০

অস্বাধীন মানুষ বলেছেন: ভালো লিখেছেন।

১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৮

জিএমফাহিম বলেছেন: ধন্যবাদ, অস্বাধীন মানুষ।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৫১

কিরকুট বলেছেন: আপনি লম্বা ইতিহাস লিখে ফেললেন । আপনি কখনো মনিপুরীদের সাথে কথা বলেছেন ? এরা অন্যান্য উপজাতিদের মতো বাঙ্গালীদের ঘৃণার চোখে দেখে । হোক তা মনিপুরী মুসলমান পোঙ্গা বা মনিপুরী হিঁদু ।

১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৫৬

জিএমফাহিম বলেছেন: সৌভাগ্যবশত আমার সেভেন সিস্টার্স ভ্রমণ হয়েছে। আমার ব্যাক্তিগত অভিজ্ঞতায় এমন কিছু পাই নাই। সেই অঞ্চলেও না, বাংলাদেশেও না। তবে কিছু মানুষের থাকাটা অস্বাভাবিক বলবো না। তাদের পারিপার্শ্বিকতা ও বাস্তবতা আমাদের সাথে মিলবে না। তাই এমন ধ্যানধারণা থাকতেই পারে।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৪৫

শূন্য সারমর্ম বলেছেন:


মনিপুরীদের বাংলার সমন্বয়কদের সাথে বসা প্রয়োজন।

১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:১৭

জিএমফাহিম বলেছেন: কেন?

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৪

আমি সাজিদ বলেছেন: এত বড় একটা বিপর্যয় ঘটে চলছে ওখানে অথচ মোদীর এই বিষয়ে কোন মন্তব্য নাই!

১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:১১

জিএমফাহিম বলেছেন: গতবছর যখন এক কুকি নারীকে নগ্ন অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছিল সেই ভিডিও ভাইরাল হওয়ার পর মোদী স্টেটমেন্ট দেয়। সেটাও নির্দিষ্ট করে সেই ঘটনার জন্যে; মনিপুরের সার্বিক পরিস্থিতি নিয়ে না।

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৭:৫০

আহরণ বলেছেন: ভাইয়া, আমি শুনেছি ভারতের সেভেন সিস্টার্স নাকি বাংলাদেশের মুসলমানদের অধিনে আসতে চায়, সত্যি নাকি??

১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:১৭

জিএমফাহিম বলেছেন: এটা ভূল ধারণা। যারা স্বাধিকারের আন্দোলন করছে সবাই নিজস্ব রাষ্ট্র ও সার্বভৌমত্ব চায়। শুধুমাত্র এই আশা থাকতে পারে যে স্বাধীন দেশ হলে যেন মায়ানমার ও বাংলাদেশ কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে ইতিবাচক সহযোগিতার পথ রাখে।

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:১৯

শেরজা তপন বলেছেন: এই বিষয়ে জানার আগ্রহ ছিল। দারুন লিখেছেন। আমিতো ভাবছিলাম কুকিদের পক্ষে থাকা উচিৎ- কেননা ওরাই মুলত আদিবাসী। মৈতৈ মূলত হিন্দু দখলদার জনগোষ্ঠী। আপনি কেন মৈতৈ'দের পক্ষালম্বন করতে বলছেন বুঝলাম না?

১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:২২

জিএমফাহিম বলেছেন: দুঃখিত যদি আমার কোন লেখায় পক্ষালম্বন মনে হয়ে থাকে। আমি চেষ্টা করেছি দুই পক্ষের বাস্তবতা ও ভাল-খারাপ তুলে ধরতে। এই যুদ্ধে উভয়পক্ষেরই অন্যায়ভাবে রক্তপাত হয়েছে। এখানে কোন সরল সমীকরণ নাই। আমি আমার লেখায় বলেছি কিভাবে কুকিরা আঞ্চলিক রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়েছে, ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র ধরেছে; আবার এটাও বলেছি যে কিভাবে এখন তারা ভারতের সাথে সন্ধি করতে চাচ্ছে; আবার মাদক ও শরণার্থীও আছে। অন্যদিকে মৈতৈদের দৃষ্টিভঙ্গিও তুলে ধরা হয়েছে যে কিভাবে তারা ব্রিটিশদের এরপর ভারতের মাধ্যমে নিজেদের আধিপত্য ও স্বাধীনতা হারিয়েছে। আবার ভারতের অনুপুস্থিতিতে তারা যে কুকিদের উচ্ছেদের চেষ্টা করবে এটাও বুঝানোর চেষ্টা করেছি।

সামনের অন্য সিস্টার রাজ্যগুলোর আলোচনার সময় আশা করি কুকি, নাগা ও মৈতৈ জাতির আরও বিস্তারিত আলোচনা করতে পারবো। এটা সবেমাত্র প্রথম পর্ব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.