নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

বেঁচে আছিস, এতেই খুশি থাক

২২ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০৫


শাহেদ তুইতো বেঁচে আছিস,
এতেই খুশি থাক,
কতো কিছু প্রতিদিন মরে,
কেউ টেরও পায়না
কেউ খোঁজ ও নেয়না,
সেদিন আকাশে একটা তারা মরে গেলো
কেঊ জানতে ও চাইলো না
কি দুঃখে মরে গেলো তারাটি।
কেউ জানতে চায়না,কেউ জানেনা।

নদী কেনো মরে যায়,
শহরের বাতাস কোন দুঃখে মরে যায়,
বৃক্ষরা কেনো শ্লোগানহীন কন্ঠে মরার মিছিলে,
কেউ জানতে চায়না,
শাহেদ তুইতো বেঁচে আছিস,
এতেই খুশি থাক।

বালিকাটি কেনো স্বামীর সংসারে
গলায় দড়ি দিয়ে মরলো,
প্রেমিক যুবক কেনো অভিমানে মরে,
বেকার যুবক কেনো চাকুরী খুঁজতে গিয়ে
কোন গ্লানিতে মরে,
কিশোরী কার কষ্টে কেঁদে কেঁদে মরে,
আমজনতা ভদ্রভাবে বাঁচতে গিয়ে
প্রতি মাসে একবার করে কেনো মরে,
মানুষ দিন দিন যতো ধার্মিক হয়-
ধর্ম কেনো মরে তার অন্তরে,
কবি কেনো শব্দের অভাবে মরে-
কেউ জানতে চায়না,
শাহেদ তুইতো বেঁচে আছিস,
এতেই খুশি থাক।

প্রতিনিয়ত বিশ্বাস মরছে,
ভালোবাসা মরছে,
ভরসা মরছে,
মরছে মানুষের ভিতরের মানুষ,
কেনো মরছে, কেউ জানতে চায়না,
সবাই চোখ খোলা রেখে
বুক বন্ধ করে আছে,
তুইও থাক
শাহেদ তুইতো বেঁচে আছিস,
এতেই খুশি থাক।
-------------------------------
হারুন রশিদ
২২/১০/১৭

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৩৪

নিমচাঁদ বলেছেন: হারুণ সাহেব , আপনি অসম্ভব সুন্দর একটি কবিতা লিখেছেন , যদিও কবিতাটির বিষয়বস্ত খুব বিষণ্ণ টাইপের কিন্ত এতো খুব সত্য কথা । যেমন
সেদিন আকাশে একটা তারা মরে গেলো
কেঊ জানতে ও চাইলো না
--- আবার লিখেছেন ,
---মরছে মানুষের ভিতরের মানুষ,

আপনাকে টুপি খুলে সালাম জানাতে ইচ্ছে করছে । কেনো জানেন ?
আপনার কবিতাটি খুব পজেটিভ । যে কোন ভাবেই হোজ বেঁচে তো আছি , এই বেঁচে থাকাটাই উপভোগ করি না কেন !

লিখতে থাকুন ভাই , আপনার ফ্যান হয়ে গেলুম

২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৭

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ভাই, এতো সুন্দর মন্তব্য অনেকদিন পাই নি।। ধন্যবাদ আপনাকে

২| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ২:০৬

সচেতনহ্যাপী বলেছেন: আমিও বেঁচে আছি।। এতেই আমার সুখ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.