নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
আমি আজ সব সত্য বলে দিবো,
দেখি কোন হারামজাদা আমাকে ঠেকায়,
কার কলিজায় জোর আছে আমাকে ঠেকানোর ,
পারলে সত্য ঠেকা।
আমি মতিঝিল ‘শাপলা চত্বরে’ মাইক লাগিয়ে,
আমজনতার সামনে দাঁড়িয়ে আজ সব সত্য বলবো,
এই শাপলা দেশের সংবিধানের শাপলা,
যাদের কলিজায় সত্য শুনার জোর আছে
তারাই আসবেন,
যারা ভয় পান
দরজা বন্ধ করে পাছার কাপড় তুলে মুখ ঢাকুন।
গত কয়েক’দিন যাবত আকাশে আর চাঁদ দেখতে পাইনি
ক্ষিধা পেটে চাঁদ দেখলে একটু আরাম পাই,
তখন খাবারের কষ্ট ভুলে কবিতার কথা মনে হয়,
ভেবেছিলাম অমাবস্যা চলছে,
আজ পত্রিকায় দেখি,
সেই চাঁদ নাকি ব্যাংকের লকারে বন্ধক রেখে
হাজার কোটি টাকা ঋন নিয়েছে দেশের বড় বড় সাহেব’রা।
আমি ভাত খাবো বলে একবার
এক হাজার টাকা ঋন চেয়েছিলাম,
আমার নাকি স্ট্যেটাস নাই,
তাই ঋন দেয় নাই,
আমাকে ব্যাংকের পুতুল অফিসার বলেছিলো,
আমার জীবন বন্ধক দিতে,
যখন জীবন’ই বন্ধক দিতে রাজী হলাম,
তখন উর্ধতন কর্তৃপক্ষ বললো,
“আমজনতার জীবনের কোনো দাম নাই,
ভাত খাবার জন্য ঋন দেওয়া যাবে না”
এখন শালারা গরীবের চাঁদ বন্ধক রেখে,
স্ট্যেটাস অলা সাহেব’দের হাজার কোটি টাকা ঋন দেয়,
সবাই বলেন,
“আকাশের চাঁদ বন্ধক,
চলবে না,
চলবে না।”
আগুন জ্বালিয়ে দিবো সব হারামী’র পাছাতে,
জোরে বলেন ,
জ্বলবে আগুন ঘরে ঘরে।
আমি আজ ঈশ্বরের নামেই মামলা করে দিবো,
জীবন দিয়েছেন ভালো কথা ,
ক্ষিধা দিলেন কেনো?
ক্ষিধা দিলে সবাইকে সমান স্ট্যেটাস দিলেন না কেনো?
শালার ক্ষুধা,
তোর জন্যই আমার আজন্ম অপমান শরীরে লেগে গেছে,
কতোটুকু ক্ষিধা নিয়ে বেঁচে থাকা যায়,
আমি মরে গেলে টের পাবে বাংলাদেশ,
আমি মরে গেলে তখন ‘খবর’ হবে,
পত্রিকায় তখন ঠিকই লিখবে মরনের খবর,
কাটতি বাড়ানোর জন্য,
কি ভাবে কষ্টে বেঁচে আছি
এটা কোনো খবরই না?
সব শালা হারামী।
হারামী’রা চাঁদে’কে বন্ধক রাখেনি ব্যাংকে,
রেখেছে আমার বাংলাদেশ’র সংবিধান,
তাই একদিন ক্ষুদার্ত ‘আমজনতা’
সংবিধানের এই ‘শাপলা’ই রান্না করে খাবে,
বেকায়দায় ফেলে দিবে সব হারামীদের,
‘ঈশ্বর’
আপানি ও তৈরী থাকুন,
আপনার দরবারে একদিন
আপনার নামেই মামলা করে দিবে আমজনতা।
———————————————
রশিদ হারুন
০১/০৯/২০১৮
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২০
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ । ভালো থাকবেন
২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দিন দিন মামলা ঠুকে দিন
আমি প্রধান সাক্ষী থাকব
.........................................................................
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২১
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ । ভালো থাকবেন
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৭
অনল চৌধুরী বলেছেন: ইসরাইলে অসলেই্ একজন করেছিলো অার অাদালতও গুরুত্ব দিয়ে পুলিশকে তদন্তের দায়িত্ব দিয়েছিলো।
কিন্ত বাংলাদেশ বা ভারতে করলে পাগল বলবে।
https://en.wikipedia.org/wiki/Lawsuits_against_God
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৭
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ কবিতা পড়ার জন্য আর লিংকটা দেওয়ার জন্য।
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:১০
বাকপ্রবাস বলেছেন: দারুণ।
দাড়িয়ে তে চন্দ্রবিন্দু আর ডাকুন এর জায়গায় ঢাকুন হবে কিনা একটু দেখবেন।
কবিতা ফাটাফাটি।
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৩
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ঠিকই বলেছেন ।উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ । ভালো থাকবেন ।
৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৩৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব আক্ষেপ ঝরছে কবিতার কথামালায়,
আসলে কি ক্ষুধার জ্বালায় মানুষ এখনও ভোগছে এই দেশে! আমার মনে হয় না, যেখানে রিকশার ড্রাইভারও দিনে পাঁচশো হাজার রোজগার করতে পারে সেখানে ক্ষুধার জ্বালায় মানুষ মরবে কেন?
তবে বৈশম্যের জ্বালায় জর্জরিত সমাজ দেশ এটা মানছি, বৈশম্য চরমভাবে আঘাত করছে মানুষকে, সমাজতন্ত্র দরকার, শুধু দরকার নয় জরুরি হয়ে দাঁড়িয়েছে। সমাজতন্ত্র তো হুট করে হবার নয়, সমাজের বৈশম্য দূর করতে চেয়ে বঙ্গবন্ধুকে মরতে হয়েছে, আমদের আমলাদের গায়ে লাগে সমাজতন্ত্রের কথা শুনলে।
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩০
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।ভালো থাকবেন
৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৩৩
কাউয়ার জাত বলেছেন: কোটাধারী একজন, কোটায় সরকারী চাকরি করে এই পোস্টে এসে বৈষম্যের বিরুদ্ধে আগুন ঝরা বক্তৃতা দিয়ে গেল। আমি হাসব না কাঁদব?
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩১
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ভালো থাকবেন
৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৪৪
চাঙ্কু বলেছেন: করে দেন! আল্লাহর নামে মামলাডা করেই দেন!
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩১
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ভালো থাকবেন
৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৪৯
স্বপ্নীল ফিরোজ বলেছেন:
দারুণ বিদ্রোহী কবিতা।
মামলা করাই উচিত।
ভাত দে হারাম জাদা নইলে পৃথিবী খাবো।
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩১
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।ভালো থাকবেন
৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২৩
সাদা মনের মানুষ বলেছেন: চমৎকার! প্রতিবাদী কন্ঠস্বর। সত্যিই স্ট্যেটাস নিয়া সাধরণদের বিরম্বনার শেষ নাই। শুধু তেল মাথায় তেল ঢালা।
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩২
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।ভালো থাকবেন সুস্হ থাকুন
১০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৮
রাজীব নুর বলেছেন: ওরে বাবা এত রাগ !!
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৪
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: রাগ নয় অভিমান ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।ভালো থাকবেন
১১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১১
নতুন নকিব বলেছেন:
অনন্ত ক্ষোভের অগ্নিগর্ভ প্রকাশ।
প্রতিবাদী কবিতা ভাল হয়েছে। তবে, শিরোনামসহ কবিতার কয়েক স্থানে ব্যবহৃত শব্দ/ বাক্যে আপত্তি আছে।
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৫
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। আপনার আপত্তি আমি মেনে নিলাম ভাই। ভালো থাকবেন
১২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৮
মোছাব্বিরুল হক বলেছেন: ভালোলাগার মতো প্রতিবাদী কবিতা।
অনেক শুভ কামনা রইলো।
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৬
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।ভালো থাকবেন
১৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫০
আহমেদ জী এস বলেছেন: জিএম হারুন -অর -রশিদ ,
যা বলার তা উপরে সবাই বলে গেছেন ।
শুধু বলি , প্রজ্বলিত ক্রোধের অগ্ন্যুদ্গার ।
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩১
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।ভালো থাকবেন আহমেদ জী এস ভাই
©somewhere in net ltd.
১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩২
মাহমুদুর রহমান বলেছেন: আমি আজ ঈশ্বরের নামেই মামলা করে দিবো,
জীবন দিয়েছেন ভালো কথা ,
ক্ষিধা দিলেন কেনো?
ক্ষিধা দিলে সবাইকে সমান স্ট্যেটাস দিলেন না কেন
স্ট্যাটাস যদি সমানই হত সকলের,তবে কোন থাকতো না কোন কলহ-বিবাদ।