নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

দাসত্ব ও কবি

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৩

আমার একটা মুমূর্ষ কবিতা নিয়ে
আমি খুবই বিপদে আছি,
আই,সি ইউ তে ভর্তি জরুরী হয়ে পড়েছে,
অথচ, আমি পকেটে একটি খালি ম্যানিব্যাগ নিয়ে ঘুরছি
শহরের এক মাথা থেকে আরেক মাথা,
আর বুকের মাঝে একটা 'তোতা পাখি'
মন খারাপ করে আমার সাথেই ঘুরছে।

সরকারী কোনো হাসপাতালেই ভর্তি করা গেলোনা
শুধু তদবিরের অভাবে,
একজন সরকারী কবি বললেন,
“ স্বাস্হ্য মন্ত্রী আমার খুবই আপন,
আপনি এখুনি উনার কাছে গিয়ে আমার কথা বলুন,
একটা ব্যাবস্থা হয়েই যাবে”।

আমি হাসপাতালের বারান্দায় কবিতা’টিকে
শুইয়ে দিয়েই ছুটলাম মন্ত্রী মহোদয়ের অফিসে,
মন্ত্রী মহোদয় সব শুনে বললেন,
“একটা- দু’টো কবিতা মরলে দেশের কোনো ক্ষতিই হবেনা,
তারচেয়ে আপনার বুকের তোতা’টা আমাকে দিয়ে দিন,
আমার খুব পচ্ছন্দ হয়েছে,
আমি তোতা’টাকে ভালো রাজনীতি শিখাবো,
আমার সাথে থাকলে দেখবেন-
তোতা’টা একদিন মন্ত্রী হবেই।”

আমি কোনো কথা না বলে মন খারাপ করে
চুপচাপ রাস্তায় এসে দাড়ালাম,
একবার আকাশের দিকে তাকালাম,
আর রাস্তার হেঁটে যাওয়া মানুষ দেখলাম কিছুক্ষন,
একসময় বুকের তোতা’টি বলে উঠলো ,
“ মন খারাপ করো না কবি,
পুরো শহর’ই এখন মুমূর্ষ,
তারচেয়ে বরং একটা স্বাস্হ্যবান কবিতা লিখো”।
---------------------------
রশিদ হারুন
১৩/০৯/২০১৮

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৬

দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার লিখেছেন , আপনার ব্লগে আজই এলাম , এখন যাই সারা ব্লগটি ঘুরে আসি । ভাল থাকুন ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৭

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: স্বাগতম, ভালো থাকবেন।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দারুণ তাৎপর্যপূর্ণ একটা কবিতা পড়লাম। আমি মুগ্ধ ও অভিভূত।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৮

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ সোনাবীজ; অথবা ধুলোবালিছাই , ভালোভাসা রইলো। ভালো থাকবেন।

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৫

জোহা প্রকাশন বলেছেন: দারুণ লিখেছেন আপনি

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৯

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন।

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৫

টুটুল বলেছেন: "First impression is last impression" বলে ইংরেজিতে একটা কথা আছে। আপনার লেখা এর আগে পড়েছি বলে মনে পড়ে না। আজ প্রথশবার পড়েই ভালোবেসে ফেললাম। শুভকামনা রইলো।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৭

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ, আমি আপনার মন্তব্য আমার অনুপ্রেরনা।ভালোবাসা রইলো।

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: কবিতা নিয়ে এমন ভাবনা প্রথম দেখলাম
আর এতে সমাজের গোপন তথ্য দেখতে পেলাম। বাহ ভালো

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৬

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ ভাই । ভালো থাকবেন। ভালোবাসা রইলো

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪০

দিশেহারা রাজপুত্র বলেছেন: জরুরী হয়ে পরেছে (পড়েছে হবে)...
ভালো লেগেছে।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৭

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ ভাই ,বানান ঠিক করে দিলাম। ভালো থাকবেন। ভালোবাসা রইলো

৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৮

মাহমুদুর রহমান বলেছেন: ভালো কবিতা লিখেছেন।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৮

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ ভাই । ভালো থাকবেন। ভালোবাসা রইলো

৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৪

সনেট কবি বলেছেন: চমৎকার লিখেছেন

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৯

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ ভাই । ভালো থাকবেন। ভালোবাসা রইলো

৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৭

রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৯

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ ভাই । ভালো থাকবেন। ভালোবাসা রইলো

১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১৮

বাকপ্রবাস বলেছেন: চমৎকার

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০১

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে

১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২৭

জাহিদ অনিক বলেছেন: কবিতার থিম ভালো লেগেছে। চমৎকার

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০১

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে,ভালো থাকবেন।

১২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই ভাল

একটা স্বাস্থ্যবান কবিতা চাই

তারুন্যের তেজস্বীতায় মুষ্ঠিবদ্ধ হাত
টেনেহিচরে নামানোয় সক্ষম হন্তারকদের
বিপ্লবের অগ্নিমন্ত্র যে কাব্যের কণায় কণায়
তেমনি একটি কবিতা চাই কবি :)
মুমুর্ষ নগরের নাগরিকদের অব্যক্ত আহবান
++++

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৬

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ , ভালো থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.