নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

একজন নারী আমাকে বলেছিলো

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১:২৭


একজন নারী আকাশী রং এর শাড়ী পড়ে আমাকে বলেছিলো,
“সব নারীই আকাশ হতে ভালোবাসে,
সব পুরুষ মানুষ কিন্ত্তু ঘুড়ি উড়াতে জানেনা”
আমি তাকে বলেছিলাম,
“কিছু কবি আকাশের গায়ে বাড়ী বানাতে চায়,
বৃষ্টির জলেও মাঝে মাঝে সব কিছুই ডুবে যায়।”

অন্য একজন নারী আমার মুখের দিকে অনেকক্ষন তাকিয়ে বলেছিলো,
“চাঁদের আলোতে আপনার চেহারা কেমন যেনো অচেনা মনে হয়,
রাত হলেই পুরুষ মানুষগুলো বদলে যায় কেনো?”
আমি তাকে বলেছিলাম,
“রাত হলে সব কিছুই বদলায়,
চাঁদের আলো আর নিয়ন বাতির আলো মিলেমিশে এক হয় যায়,
রাতে মশা কিন্ত্তু বেশী রক্ত খায়।”

অচেনা একজন নারী ফোন করে চিৎকার করে বলেছিলো,
“ আপনি আমার ফ্রেন্ড রিকোয়েষ্ট accept করেন নি কেনো?
আমি আপনাকে কিন্ত্তু আজীবনের জন্য block করে দিয়েছি”
আমি তাকে কিছুই বলিনি,
শুধু একজন কবি’র কাছে এর কারন জানতে চেয়েছিলাম,
কবি বলেছিলো,
নারী যখন ফ্রেন্ড রিকোয়েষ্ট দেয়, তখন সে বন্ধুত্ব চায়,
আর যখন block করে তারপর জানান দেয়,
তখন সে ভালোবাসা চায়।”
————————
রশিদ হারুন
০৪/১২/১৮

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১:৪১

চাঁদগাজী বলেছেন:



আপনি কি পারলামেন্টের সদস্য?

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৫

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: আমি আপনার মতোই

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:২৬

স্বপ্নীল ফিরোজ বলেছেন: নারী আর তার শাড়ী নিয়ে কবিতা সুন্দর হয়েছে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ল্যবাদ মন্তব্যের জন্য

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:০৭

সাদা মনের মানুষ বলেছেন: নারী যখন ফ্রেন্ড রিকোয়েষ্ট পাঠায় তখন বন্ধুত্ব চায় আর ব্লক করলে বুঝতে হবে ভালোবাসা চায়......দারুণ তথ্য :D

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ব্লক করে তা আবার জানিয়ে দিলে ভালোবাসা চায়, শুধু ব্লক করে না জানালে কিছুই চায়না,

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৯

রাজীব নুর বলেছেন: বেশ প্যাচানো কবিতা।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৩

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ ভাই কবিতাটি পড়ার জন্য

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪৭

আর্কিওপটেরিক্স বলেছেন: ভালো লাগলো

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৪

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৯

হাবিব বলেছেন: ভালোই.....পেঁচিয়েছেন

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫৯

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: পারলাম কই। ধন্যবাদ ভাই পড়ার জন্য

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন। :)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ

৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫৫

দিপু দিপু বলেছেন: ভাল লাগলো। ভাই নারী কি ব্লক ফ্লক করলো নাকি সত্যি সত্যি?

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০১

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: আমি জানিনা কবি বলতে পারবেন

৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫৬

ফাহিম আল মামুন বলেছেন: পেচানো হলেও ভাল লিখেছেন.......

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে

১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯

সাইন বোর্ড বলেছেন: ভাবনা ও প্রকাশ চমৎকার !

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৬

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.