নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

‘অ’ তে পরকীয়া

১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪৮


‘মরন’ বন্ধুর মতো ডাকছে আমায়,
তাইতো আজকাল ভালোবাসা আর ঘৃনা
সহপাঠি হয়ে একই ক্লাশে কোচিং করতে যায়,
বিশ্বাস আর প্রতারনা রাতে একই বিছানায়
গলাগলি করে ঘুমায়,
চাঁদের আলোতে প্রেমিকের ছায়া খেয়ে ফেলে
ক্ষুধার্ত জোনাকির দল,
অভিমান আর বিরহ শুয়ে থাকে
শিশির ভেঁজা দুর্বা ঘাসের উপর।

‘মরন, বন্ধুর মতো ডাকছে আমায়,
একটা ‘অ’ প্রজাপতির সেঁজে আমার বুকে
হাহাকার দেয় যখন তখন,
তাইতো আয়নায় নিজেকে ‘অ-প্রেমিক’ এর মতো দেখায় ,
সকল ‘অ-প্রেমিক’ বন্ধুর সেঁজে তিন তাস খেলে
‘মরন’ এর সাথে পাক্কা জুয়ারী মতো।

‘মরন, বন্ধুর মতো ডাকছে আমায়,
আমি বাঁচার লোভে তোমার কাছে আবদার করেছিলাম,
আমি না হয় তোমার চুলের ক্লিপ হয়ে
অবহেলায় পরে থাকবো ভ্যানিটি ব্যাগে,
অথবা তোমার শাড়ীর আলমারীতে
ন্যাপথালিন হয়ে পোকামাকড় তাড়াবো।

‘মরন, বন্ধুর মতো ডাকছে আমায়,
কোথায় যাচ্ছো তুমি এতো ভোরে আগুন নিয়ে,
আমার চিঠিগুলো আগুনে পুড়াবে?
মনের শীত না শরীরের শীত তাড়াবে?
সাবধান, জ্বলন্ত কাগজ বাতাসে উড়ে
তোমার শাড়ীর আঁচলে আগুন লাগবে,
একটু অপেক্ষা করো দেখো,
সূর্য উঠলেই তাপ বাড়বে।

‘মরন, বন্ধুর মতো ডাকছে আমায়,
তুমি চাইলেই ‘মরন’কে আপাতত
নির্বাসনে পাঠাতে পারো
একবার আমার ‘অ’ টাকে আগুনে পুড়িয়ে
শরীর গরম করে নিও,
তখন আমি অন্তত ‘অ-প্রেমিক’ থেকে আবার ‘প্রেমিক’ হবো।
——————
রশিদ হারুন
১৮/০১/২০১৯

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:৩৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: একবার আমার ‘অ’ টাকে আগুনে পুড়িয়ে
শরীর গরম করে নিও,
তখন আমি অন্তত ‘অ-প্রেমিক’ থেকে আবার ‘প্রেমিক’ হবো।

...................................................................................
ভালবাসার জন্য প্রেমিক হতে হবে,
এমন তো বিধান নাই ?

১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

২| ১৯ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৬:০৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসম্ভব সুন্দর কবিতার কথামালা, দারুণ ভালো লাগলো আমার কাছে।

শুভকামনা জানবেন সবসময়

১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৩

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৯

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৪

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ , ভালোবাসা রইলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.