নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

গোপন সর্বনাশ

২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৮


পোষা আকাশ ছিলো একটা আমার,
যে’দিন থেকে আকাশ চিনেছি,
সেই দিন থেকেই বুকের ভিতর
আস্ত আকাশ’টাকে পুষছিলাম।

আমি যতো বড় হই
আকাশ’টা ও ঠিক ততোটুক হয়,
আকাশ’টা বড় হয়ে ছটফট করে নিঃসঙ্গতায়,
একদিন তাকে তাই মুক্ত করে দিলাম।

আকাশ’টা আনন্দে ঘুরতে ঘুরতে,
পাহাড়ে ধাক্কা খেলো,
সমুদ্রে আছড়ে পরলো
আকাশ টের পেলো
পাহাড় আর সমুদ্রের
গোপন বিরহ খবর,
আকাশ’টার মন খারাপ হলো তাদের বিরহে।

আকাশের মন ভালো করার জন্য
পূর্নিমার চাঁদ’কে ডেকে আনলাম বুকে,
অমাবশ্যায়,
চাঁদকে যখনই পাওয়া গেলো না বুকে,
আকাশ’টা তখন কাঁদলো চাঁদের দুখে,
তখনই আমি বুঝলাম আমি প্রেমে পড়েছি।

এখন আমার বুকের ভিতর
একটা আকাশ নয়,
একটা চাঁদ ও নয়,
দাবড়ায় এপাশ ওপাশ
আমার গোপন সর্বনাশ।

—/———
রশিদ হারুন
২৬/০১/২০১৯

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪০

রাজীব নুর বলেছেন: দুষ্টলোকজন গোপনে অন্যের সবর্নাশ করে নিজে আল্ভবান হবার জন্যে।

২৬ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৮

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

২| ২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০১

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: ভাল লিখেছেন।+++

২৬ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৮

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৫

এস এম ইসমাঈল বলেছেন: সাবধান থাকবেন কবি, যা দিনকাল পড়েছে, আকাশটা আবার না চুরি হয়ে যায়?
সুন্দর কথামালায় +++্

২৬ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৮

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৮

ইমু সাহেব বলেছেন: বুকের ভেতর আকাশ পাহাড় সমুদ্র চাঁদ নিয়ে ঘুরছেন , লাইসেন্স আছে তো ! :D
কবিতা ভালো লেগেছে ।।

২৬ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৮

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.