নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

ভাংগা চাঁদের আলোতে লেখা চিঠি

০৩ রা মার্চ, ২০১৯ সকাল ১০:৪৫

তোমাকেই বলছি,
তোমাদের নতুন দোতলা বাসায় কেমন লাগছে?
দখিনের বাতাস কি তোমার শরীরে মাখে?
দুপুরে য়খন তোমার ভাতঘুমের ইচ্ছে জাগে,
বেয়াড়া সূর্য্য’টা ঘরে উঁকি দেয়নাতো অযথাই?
দিলে আমাকে বলবে,
সূর্য্যের চোখ বেঁধে রাখব কালো কাপড়ে,
যখনই তুমি ঘুমোবে।

বারান্দায় কি একটি চড়ুই বসে?
বিষন্ন এক চড়ুই,
তার পাখায় লেগে থাকে আমার সকল পার্থিব ক্ষুধা,
আমার দীর্ঘশ্বাসের ক্ষুধা,
আমার অক্ষমতার ক্ষুধা,
আমার শরীরের ক্ষুধা,
আমাকে খুঁজে পাবার ক্ষুধা,
তুমি ডাকলেই কিন্তু তোমার শরীরে গিয়ে বসবে,
সাবধান, চড়ুই’য়ের ডানা থেকে এই ক্ষুধা
তোমার শরীরে লেগে যেতে পারে!
বেশি লাই দিয়ো না,
থাক,
ডাকার দরকার নেই।

রাতের ভাংগা চাঁদ কি দেখা যায় বিছানায় শুয়ে,
তোমার জানালা দিয়ে?
কষ্ট করে জানালার পর্দা সরিয়ে সে সময় তাকালেই দেখবে,-
ভাংগা চাঁদের আলোয় কিছু
‘ভুল জোনাকি’ আত্মহননে মেতেছে আমার যৌবনের বিবশ যন্ত্রনায়,
তুমি কষ্ট পেয়ো না,
জানালার পর্দা টেনে দিয়ে
‘ঘুম বিছানা’য় ঘুমিয়ে যেও,
বিছানার ডান পাশে আমাকে কিন্তু খুঁজো না,
ভুলেও খুঁজবে না,
ফাঁকা বিছানা খুব কষ্টের
জীবন্ত যৌবন সেখানে বিলাপ করে।

‘ঘুম বিছানা’র ডান পাশ খালিই থাকবে,
আমি কোনদিন আসবো না,
কোনদিন আসবো না,
আসবো না,
না।

তুমি মাঝ রাতে জানলা খুলে
দোতলা থেকে ল্যাম্পপোষ্টের দিকে তাকিয়ে দেখো,
একটা মানুষ তার বিষন্ন ছায়া নিয়ে দাড়িয়ে আছে।
একটি ডাকের আশায়,
ডাকের আশায়,
আশায়।
তুমি না ডাকলে,
আমি আসবো-এতো বেহায়া এখনো হয়ে যাইনি,
বলে দিলাম,
আবারো বলে দিলাম।

অহং ছেড়ে একবার ডাকো,
দয়া করে ডাকো,
ডাকতে কষ্ট হলে হাতের ইশরা দাও,
তাতেও যদি কষ্ট হয়
তবে দরজাটা খুলে দাও,
আমার বিষন্ন ছায়া আমাকে জোর করে তোমার দরজায় এনে দাড় করিয়েছে,
একটু সরে দাড়াও,
আমাকে ঘরে ঢুকতে দাও।
—————
রশিদ হারুন
২৮/০২/২০১৯
বই মেলা
সোরোয়ারর্দী উদ্যান,ঢাকা

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৯ দুপুর ১:১৩

রাজীব নুর বলেছেন: বিছানায় শুয়ে যারা চাঁদ দেখতে পারে তারা ভাগ্যবান।

২| ০৩ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:২৩

মাহমুদুর রহমান বলেছেন: ভালো কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.