নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
ভাংগা রাস্তায় সাইকেল চালাতে চালাতে একটি বারান্দার দিকে তাকিয়ে
অন্যমনস্ক ভাবে প্রায়ই রাস্তায় পরে যাই,
আবার উঠে দাড়াই,
কিশোর থেকে যুবক হয়ে যাই দিনকে দিন।
তুমি,
কোনদিন যদি এক মূহুর্তের জন্যও
৮০ নং দক্ষিন কমালাপুরের বাসার বারান্দায় দাড়াতে,
তবে দেখতে,
ভাংগা রাস্তায় একটি জীর্ন সাইকেল ঠেলতে ঠেলতে,
একজন যুবক শুধু তাকিয়ে থাকে তোমার বারান্দার দিকে,
অনেক দিন ধরেই একই কাজ করছে সে।
তুমি শুধু সাইকেল’টা তোমার বাসায় রাখার জায়গা দিও।
——————
রশিদ হারুন
১৩/০৩/২০১৯
২| ১৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:১৪
মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর!!
৩| ১৫ ই মার্চ, ২০১৯ দুপুর ২:২০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
©somewhere in net ltd.
১| ১৪ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:১৪
আকতার আর হোসাইন বলেছেন: সাইকেল যেন রাখে