নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

আমার বোধহয় ডাক্তার দেখাতে হবে

০৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:২৪



আলমারীতে এতো কাপড়,
অনেক’গুলো কখনোই পরা হয়নি ,
বুকের ভিতরে লোভের কোনো জল ঝরে না এতো কাপড় দেখেও,
আমার জল ঝরে শুধু চোখ থেকে,
বাবা,
আমার বোধহয় চোখের ডাক্তার দেখাতে হবে!


এতো কাপড় দেখলেই শুধু তোমার কথা কেনো মনে পড়ে বাবা?
আমাদের চার ভাই-বোনের
সংসারে বছর দু’বছরে একটা নতুন কাপড় জুটতনা,
তোমার বোধহয় বুকের অক্ষমতার অনেক জল ঝরেছে গোপনে,


আজ আমার চোখের জল ঝরে
তোমার কষ্টে,
বাবা,
আমার বোধহয় চোখের ডাক্তার দেখাতে হবে।


কতো খাবার টেবিলে থাকে,
তবুও মুখের জল ঝরে না,
আমার জল ঝরে শুধু চোখ থেকে,
মা,
আমার বোধহয় চোখের ডাক্তার দেখাতে হবে!


ঠিকমতো খেতে দিতে পারতে না বলে,
তুমি কতো যে কেঁদেছো,
তোমার চোখের জল কতো যে মিশেছে
আমাদের খাবারের সাথে,
তোমার চোখের জলও আমরা খেয়েছি তৃপ্তি সহ,
আজ আমার চোখের জল ঝরে
তোমার চোখের জলের কষ্টে,
‘মা’
আমার বোধহয় চোখের ডাক্তার দেখাতে হবে!


এতো বড় বাড়ী দেখে তবুও ছোট্ট মনে হয়,
তোমরা যখন ছিলে
ছোট ঘরটি কতো বড় মনে হতো।


তোমরা নেই ,
তাই এমন মনে হয়,
‘বাবা-মা,’
আমার বোধহয় মনের ডাক্তার দেখাতে হবে!


আমরা যে টিনের ঘরে থাকতাম,
সেখানে এখন ছ’তলা বাড়ী,
সেই ঘরটি আমায় স্বপ্নে দেখা দেয়,
কথা বলে,
“এভাবে একা কেঁদো না,
তাহলে মরে যাবে একদিন আমারই মতো,
একদিন সবাই অনেক কিছুই ফিরে পায়,
শুধু সময়টুকু ছাড়া,”
ঘর’টির জন্য আমার বুকেও জল ঝরে।


বাবা- মা,
আমার বোধহয় বুকের ডাক্তার দেখাতে
হবে
——————————-
রশিদ হারুন
২২/০৩/২০১৯
শাহজালাল আভ্যন্তরীন বিমান বন্দর
দুপুর-১২.১২

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:২৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২| ০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:১১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর প্রকাশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.