নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

“নুসরাত” তুই উড়েই যা

১৮ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৪৯


চারিদিকে এতো অসময়- মানুষ দেখিনা কেনো!!
চারিদিকে এতো আদম – মানুষ দেখিনা কেনো!!
একটি মানুষ দেখেছিলাম
তাও সাদা বক হয়ে গেলো,
উড়ছে আকাশে একটি সাদা বক
ছোট ডানায় এতো আগুন সে কোথায় পেলো।


চারিদিকে এতো অসময়- মানুষ দেখিনা কেনো
চারিদিকে এতো আদম – মানুষ দেখিনা কেনো।


আগুনে পুড়ছে একটি দেশ,
শেষ, শেষ,সব মানুষ শেষ,
আমরা পারিনি বোন তোকে বাঁচাতে,
নুসরাত তুই সাদা বক হয়ে উড়েই যা
থাকবি কেনো এই দেশে, কোন আশাতে।


জ্বলছে আমার বোন নুসরাতের প্রতিবাদী দেহ
আমরা অন্ধ আমরা ‌অন্ধ
আমাদের অন্ধ মনে ছিলো তবুও অমানুষের মতো সন্দেহ।


চারিদিকে এতো অসময়- মানুষ দেখিনা কেনো!!
চারিদিকে এতো আদম – মানুষ দেখিনা কেনো!!


সময় ও আসবে একদিন এদেশে ঘুরতে ঘুরতে
মরতে মরতে মেরে দিবে নুসরাত’রা সব অমানুষরে
সে’দিন খুঁজে পাবো কিছু সত্যি মানুষ।


চারিদিকে এতো অসময়- মানুষ দেখিনা কেনো!!
চারিদিকে এতো আদম – মানুষ দেখিনা কেনো!!
————-
রশিদ হারুন

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৩২

শামছুল ইসলাম বলেছেন: মর্মস্পর্শী কবিতা নুসরাত স্মরণে।

০৭ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:৩০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ আর ভালেবাসা রইলো

২| ১৮ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:২৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: খুব সুন্দর অভিব্যক্তি। ভালো লাগলো।

০৭ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:৩১

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ আর ভালেবাসা রইলো

৩| ১৮ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:২৯

মাহমুদুর রহমান বলেছেন: সিস্টেম পরিবর্তন করতে হবে।
কিন্তু করবে কে?

০৭ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:৩১

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ আর ভালেবাসা রইলো

৪| ১৯ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:২০

রাজীব নুর বলেছেন: দূর্দান্ত।

০৭ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:৩১

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ আর ভালেবাসা রইলো

৫| ২০ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:০৭

অক্পটে বলেছেন: মাত্র ক'টি লাইনে সময়ের শ্রেষ্ঠ কবিতাটি রচনা করলেন কবি। সীমাহীন কষ্ট থাকলেই এমন করে লেখা যায়। খুব খারাপ সময়ের অধিবাসি আমরা। আমরা কত্ব কিছু পারিনা, পারিনা সাজাতে কিন্তু সাজানোটাকে পিষে ফেলতে পারি কুৎসিত উল্লাসে। নুসরাত'টার মুক্তি মিলল, পঁচে যাওয়া এই সমাজ থেকে।

০৭ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:৩২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ আর ভালেবাসা রইলো

৬| ২১ শে এপ্রিল, ২০১৯ ভোর ৫:৪৬

নির্বাসিত বাঙালী বলেছেন: নুসরাতরা এভাবেই হারিয়ে যাবে, বেচে থাকবে ধর্ষকরা।

০৭ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:৩২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ আর ভালেবাসা রইলো

৭| ২১ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: :(

সুন্দর হয়েছে

০৭ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:৩২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ আর ভালেবাসা রইলো

৮| ২১ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:১১

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।

০৭ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:৩২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ আর ভালেবাসা রইলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.