নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
আজ প্রচন্ড গরমে সবাই অস্হির,
আকাশটা দম মেরে আছে সকাল থেকেই,
সকালের খবরের কাগজে আজ সব অস্হির খবর।
‘শেয়ার মার্কেটর সূচকের হঠাৎ উর্ধগতি, সন্দেহ জনক আঁচরন”
‘চালের দাম হঠাৎ করে লাফাতে শুরু করেছে, মজুতদারদের গোপন ষড়যন্ত্র”
“ঢাকা শহর অচল হয়ে গেছে ট্রাফিক জ্যামে, এই শহরে থাকার অযোগ্য হয়ে গেছে”
“সিলেটের ট্রেন ভুলে চলে গেছে চট্টগ্রাম, তদন্ত কমিটি গঠন”
“গরম কফিতে ঠোঁট পুড়েছে বলে প্রেমিকার থাপ্পর প্রেমিকের গালে”
“গরমে রাস্তায় বের হওয়া যাচ্ছে না,
মনে হয় সমস্ত শরীর পুড়ে যাবে”।
আজ এই শহরের সব নাগরিক জানে একটা বড় ক্রাইসিস হতে পারে,
মনোলীনা,
আজই আমি তোমাকে প্রপোজ করবো,
আমি ‘একশো একটি হলুদ গোলাপ’ জোগার করেছি শুধুই তোমার জন্য,
শাহবাগের মোড়ে আমি হাটু গেড়ে
হলিউডের নায়ক’দের মতো করে বলবো,
“তুমি কি আমার সাথে মিলে শহরের শান্তি ফিরিয়ে আনবে?
চলো আমরা ভালেবাসি,
I love you “
তুমি ‘হা’ বললেই সব অস্হিরতা,
গুমোট ভাব নিমিষেই কেটে যাবে,
আকাশ শীতল বৃষ্টিতে সমস্ত শহর ঠান্ডা করে দিবে নিমিষেই।
আর ‘না’ বললে শহরের এতো অস্হিরতার দায়িত্ব আমি একা নিতে পারবো না?
নাগরিক কর্তব্য বলে একটা শব্দ তুমি নিশ্চই শুনেছ?
সব ক্রাইসিস হয়তো সামাল দেওয়া যাবে সরকারী ভাবে ১৪৪ ধারা জারি করে.
কিন্তু আমি সোজা অনশনে চলে যাবো, কারো অনুরোধ , ধমক আমি শুনবো না,
তোমার ‘হা’- না শোনা পর্যন্ত,
এমনকি মাননীয় রাষ্ট্রপতি অনুরোধ করলেও আমি এই অনশন ভাংগবো না।
মনেলীনা,
আমি অগ্রিম দাবী জানিয়ে রাখছি তীব্র ভাবে,
তুমি আমার জমানো “একশো একটি হলুদ গোলাপের কষ্ট’
একবার বুঝার চেষ্টা করবে,
এই শহরের নাগরিক’দের সস্হির জন্য।
—————————
রশিদ হারুন
১৫/০৪/২০১৯
২০ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৩২
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞ। ভালোবাসা রইলো
২| ২০ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:০১
পবিত্র হোসাইন বলেছেন: নিকষিত
২১ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞ। ভালোবাসা রইলো
৩| ২০ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৪২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
সহজ সরল সুন্দর।
২১ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞ। ভালোবাসা রইলো
৪| ২১ শে এপ্রিল, ২০১৯ রাত ১:৪৬
মাহমুদুর রহমান বলেছেন: বাহ চমৎকার!
২১ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞ। ভালোবাসা রইলো
©somewhere in net ltd.
১| ২০ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:২৮
অজ্ঞ বালক বলেছেন: কবিতাটা ব্যপক ভালা পাইলাম। এইটা জিনিস হইসে। আরেকটু ঘষা মাজা করেন। এখন না। গভীর রাতে যখন আশেপাশে কোন সাড়া শব্দ নাই। চুপচাপ এই কবিতাটা নিয়া ভাবেন, যার জন্যে এই কবিতা তার কথা ভাবেন। তারপর আরেকটা ফিনিশিং টাচ দেন। দিস ইজ টু গুড বাট ইট উইল বি এ গ্রেট পোয়েম দেন।