নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা’র ঋণখেলাপী

২১ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:০১


মনোলীনা,
তোমাকে আর আগের মতো ভালো লাগেনা।


আগে তোমাকে কমিউনিস্ট মনে হতো,
তুমি ভালোবাসার ক্ষেত্রে সম বণ্টনে বিশ্বাসী ছিলে,
বুকে তোমার ছিলো ‘ভালোবাসার শ্রমিকের’ জন্য প্রচন্ড ভালোবাসা,
শরীরের ঘাম শুকিয়ে যাবার আগে
তুমি তার মজুরি পরিশোধ বিশ্বাসী ছিলে,
ইদানিং তোমাকে মনে হয় পুঁজিবাদী,
তুমি সব ভালোবাসা গোপনে ব্যাংকে জমিয়ে রাখছো,
‘ভালোবাসার শ্রমিকের’ প্রাপ্য মজুরি না দিয়ে তুমি ব্যাংকে জমাচ্ছো সেই গোপন ভালোবাসা।


তোমাকে আর আগের মতো ভালো লাগেনা,
আগে মনে হতো তোমার জন্য বারবার মরে যাওয়া যায় অনায়াসে,
এখন মনে হয় তোমার জন্য অনায়াসে বেঁচে থাকা যায় আজীবন।


আগে তুমি শুধু আমার পাশে আসলেই আমার রক্তে একটা সাদা বক
ডানায় আগুন নিয়ে শরীর আর মনে উড়তে শুরু করতো, আর পোড়াতো।
আর এখন হাজার মাইল দূরে গেলেও তোমার জন্য রক্তে দুটো সাদা বক,
ডানায় আগুন নিয়ে উড়ে আর দ্বিগুন পোড়ায়।


মনোলীনা,
তোমাকে আর আগের মতো ভালো লাগেনা,
এখন আমার অসহ্য রকম ভালো লাগে।


আমি একদিন ব্যাংকে জমানো তোমার ‘গোপন ভালোবাসা’র সবটুকুই ঋণ নিয়ে,
আজীবনের জন্য ভালোবাসা’র ঋণখেলাপী হয়ে যাবো।
—————————
রশিদ হারুন
১৯/০৪/২০১৯

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৫৪

রাজীব নুর বলেছেন: কবিতা খুব সুন্দর হয়েছে ভাই।

২২ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:০৪

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞ। ভালোবাসা রইলো

২| ২১ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
খুবই চমৎকার একটি পোস্ট দিয়েছেন।
পাঠ করে বিমোহিত হলাম।
আমার ধন্যবাদ গ্রহণ করুন।

২২ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:০৪

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞ। ভালোবাসা রইলো

৩| ২২ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৩২

মাহমুদুর রহমান বলেছেন: খুব ভালো লেগেছে।

২২ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:০৪

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞ। ভালোবাসা রইলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.