নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

ম্যাসেঞ্জারে পাঠানো একটি প্রেমের চিঠি

২৩ শে এপ্রিল, ২০১৯ সকাল ৮:২৫



মতিঝিলে আটকে আছি জ্যামে,
ঘুম পাড়ানি জ্যামে
আজও ক্লাসে দেরি হবে,
গরমে পুরো শরীর ঘেমে।

পারলে প্রক্সি দিয়ে দিও,
স্যার যেনো টের না পায় দেখো,
নোটগুলো সব টুকে নিও,
পাশের সিটটা কিন্তু খালিই রেখো।

কি পরেছ আজ,
গরমে দেওনিতো কঠিন সাঁজ?
মেসেন্জারে একটা সেলফি দিও,
ক্লাসে একটু অন্ধকার, ফ্লাসটা অন করে নিও।

ও মা তোমার ঠোঁটের লিপস্টিক এতো ম্লান কেনো?
মনে হচ্ছে একটু আগে কাউকে কিস্ দিয়েছো যেনো?
জোর করে কেউ নেয়নিতো কিস্?
অথবা গোপনে দিয়েছো কাউকে বখশিস?
খুন করে ফেলবো হারামিটাকে,
নামটা একবার বলো দেখি লক্ষীটি
বাহ্ রাগ করলে,
বলবো না ঠোঁট নিয়ে কথা আর একটি।

সময় আজ চলছে না এই অচল শহরে,
রাগ হচ্ছে, কষ্ট হচ্ছে,বাড়ছে অভিমান অচল প্রহরে,

বাসের ভিতর আজ অযথাই বেশি ফিস্ ফিস্,
বুকে ভয় ,চুরি না হয়ে যায় আমারই জন্য জমানো তোমার কিস্।

আমার লাগবে না প্রক্সি, লাগবে না কোনো ক্লাস নোট,
তুমি শুধু সাবধানে রেখো তোমার গোলাপি ঠোঁট।

ঢাকা শহরে জ্যামের কারনে আমার প্রাপ্য কিস্
আমার জীবন থাকতেও আমি করবো না মিস্

ভেঙেছে আমার প্যাশন,
আমি এক্ষুনি বাস থেকে নেমে দৌড়ে আসছি
নিতে পারছিনা আর টেনশন ,
আমি যে তোমায় ভালোবেসেছি।
——————————
রশিদ হারুন
২০/০৪/২০১৯

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:১৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১১ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:০১

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞ। ভালোবাসা রইলো

২| ২৩ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১:৫৭

অয়ন নাজমুল বলেছেন: যাকে মেসেঞ্জারে এই কবিতা পাঠিয়েছিলেন সে কি রিপ্লাই দিয়েছিল জানার লোভটা সামলাতে পারছি না।

৩| ২৩ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:০৭

মাহমুদুর রহমান বলেছেন: সহজ সরল সুন্দর।

১১ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:০১

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞ। ভালোবাসা রইলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.