নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

আমার মন খারাপের রাতে তুমি ঘুমিও না

২৮ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:৪০


আমার ভালো লাগে না,
কিচ্ছু ভালো লাগে না
দিন ভালো লাগে না,
রাত ভালো লাগে না,
সময় যায় না ,
সময় আসে না
আমার ভালোলাগে না,
কিচ্ছু ভালোলাগে না।

প্রতিদিন গভীর রাতে বেড়িয়ে পরছি একা,
হাতে আগলে রাখছি এক বিষাদের চিঠি,
রাতের পাহারাদারদের ফাঁকি দিয়ে শহরের দেয়ালে দেয়ালে সেঁটে দিচ্ছি সেই চিঠি-
“প্লিজ, আমার মন খারাপের রাতে তুমি ঘুমিও না।”

তুমিতো জেগে থাকো না
তুমি কখনোই তাই দেখলে না,
গোপন বিপ্লবীর মতো আমি রাতের আঁধারেই
দেয়ালে দেয়ালে তোমাকে লিখে যাচ্ছি
‘একতরফা ভালোবাসা”র চিঠি অনবরত।

এক অচেনা আততায়ী
ভোর হওয়ার আগেই তুলে ফেলে,
ছিড়ে ফেলে
তোমাকে লেখা আমার বিষাদের চিঠি।

তোমার ফোন নাম্বার জানিনা,
জানিনা তোমার ঠিকানা,
তাই সারাদিন মন খারাপ করে
রং নাম্বারে ফোন করে যাই বারবার,
‘হ্যালো’ বলতেই রেখে দেই,
কোনো ‘হ্যালো’তেই তোমাকে পাই না
তাই ভোর হতেই
আমার ভালো লাগে না,
কিচ্ছু ভালো লাগে না।

সারাদিন তাই বিষাদের চিঠি লিখে যাই,
অপেক্ষা করি গভীর রাতের জন্য,
শহরের দেয়ালে দেয়ালে সেঁটে দিচ্ছি সেই চিঠি,
“প্লিজ, আমার মন খারাপের রাতে তুমি ঘুমিও না।”

যদি কোনো একদিন তুমি গভীর রাতে
তোমারও মন খারাপ হয়’
যদি তোমারও ভালো না লাগে,
কিচ্ছু ভালো না লাগে,

তখন তুমিও একটি বিষাদের চিঠি লিখে দেখো আমাকে,
“আমি কখনোই ঘুমেবো না তোমার মন খারাপের রাতে”
——————————
রশিদ হারুন
২৭/০৪/২০১৯

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:০৬

মাহমুদুর রহমান বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

১১ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:০০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞ। ভালোবাসা রইলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.