নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
আজ আমার মন খারাপের রাত,
আমার মন খারাপের রাতে
তুমি আকাশের দিকে তাকিয়ো না,
তোমার শরীর ভিঁজে যাবে আকাশের কান্নায়।
আজ রাতের মেঘ ও জানে
আমার মন খারাপ,
মেঘ আমার মন খারাপের গল্প আকাশ’কে বলেছে,
রাতের আকাশও কাঁদছে
আমার মন খারাপের গল্পে।
ভিঁজে যাবে, তুমি ভিঁজে যাবে,
তাকিয়ো না আকাশে আজ
আমার মন খারাপের রাতে।
আজ রাতে আমার মন খারাপ ছুটছে
ঘড়ির কাঁটার সাথে,
রাতের ঘড়ির কাঁটা ছুটছে আজ
আমার মরনের দিকে,
আমার ঘুম আসে না মন খারাপের রাতে।
তুমি শুধু ঘুম হয়ে যেও আমার দু’চোখে
আমার মন খারাপের রাতে।
আমি ঘুমোবো,
আমি ঘুমোবো।
—————
রশিদ হারুন
০১/০৫/২০১৯
১১ ই জুলাই, ২০১৯ দুপুর ২:৫৯
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞ। ভালোবাসা রইলো
২| ০৮ ই জুলাই, ২০১৯ রাত ৮:০০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
১১ ই জুলাই, ২০১৯ দুপুর ২:৫৯
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞ। ভালোবাসা রইলো
৩| ০৮ ই জুলাই, ২০১৯ রাত ৮:৪২
ইসিয়াক বলেছেন: অনেক ভালো লাগা অনেক সুন্দর কবিতা।
১১ ই জুলাই, ২০১৯ দুপুর ২:৫৯
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞ। ভালোবাসা রইলো
৪| ০৯ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:১৫
মেঘ প্রিয় বালক বলেছেন: কবিতা ভালো লেগেছে,তবে কবির মন খারাপের কারন জানতে পারিনি।
১১ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:০০
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞ। ভালোবাসা রইলো
©somewhere in net ltd.
১| ০৮ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৫০
ফ খ রু ল বলেছেন: সুন্দর