নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
একটি ‘আনকোরা চুম্বন’ নিয়ে গলির চায়ের দোকানে
বিষন্ন হয়ে বসে আছে একজন কিশোর,
ছটফট করতে করতে বারবার ‘সাড়ে সতেরো’ নং বাড়ীর
তেতালার বারান্দায় তাকাচ্ছে সে,
পাঁচ নাম্বার চা’য়ের কাপে চুমুক দিতে দিতে
সে ‘আনকোরা চুম্বন’টি কে উনত্রিশ বার পুড়িয়েছে।
একজন সদ্য কিশোরী সেই বারান্দায় দাড়াতেই
ম্যাজিক ঘটে গেলো মধ্য দুপুরে,
কিশোরীর ঠোঁটে নিরানব্বই’টি জোনাকী পোকা
আগুন জ্বেলে দিলো বিষন্ন দুপুরে,
সে প্রচন্ড অবহেলায় নিচের দিকে তাকাতেই
গলির চায়ের দোকানে চোখ আটকে গেলো,
একটি ‘আনকোরা চুম্বন’ পুড়তে দেখলো হালকা গোঁফের আড়ালে।
কিশোর’টি বারান্দায় তাকাতেই আবার ম্যাজিক ঘটে গেলো,
কিশোরী’টি নারী হয়ে গেলো,
শুধু একটি সর্বনাশ ঠোঁটে নিয়ে
কিশোরো’টি আবার ঘরে ঢুকে গেলো।
পাঁচ কাপ চায়ের বিল দিয়ে
বুক পকেট খালি করে ফেললো কিশোর’টি,
সেই পকেটে নিরানব্বই’টি জোনাকী পোকা
বন্দী করে হেটে বাড়ী ফিরছে সে।
শুধু একটি পোড়া চুম্বন বিষন্ন হয়ে পরে আছে
আধোয়া একটি চায়ের কাপে।
——————————
রশিদ হারুন
০৭/০৫/২০১৯
১১ ই জুলাই, ২০১৯ দুপুর ২:৫৮
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞ। ভালোবাসা রইলো
২| ১০ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:২১
মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর কবিতা
১১ ই জুলাই, ২০১৯ দুপুর ২:৫৮
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞ। ভালোবাসা রইলো
৩| ১১ ই জুলাই, ২০১৯ রাত ৩:২৯
মেঘ প্রিয় বালক বলেছেন: বাহ্,,,,,শেষ পর্যন্তই ভাল লাগা ছিলো কবিতায়। শেষের ৬ টি লাইন মন ছুয়ে গেছে।
১১ ই জুলাই, ২০১৯ দুপুর ২:৫৮
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞ। ভালোবাসা রইলো
©somewhere in net ltd.
১| ১০ ই জুলাই, ২০১৯ দুপুর ২:৪৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।