নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

লাল ওড়না

১৪ ই জুলাই, ২০১৯ দুপুর ২:৪৮


নতুন ভাড়াটিয়া এসেছে গলির শেষ বাড়ীর দোতালায়,
বারান্দায় একটা লাল ওড়না রোঁদে শুকোচ্ছো পরদিন থেকেই,
ক্লিপ দিয়ে আটকানো ভালে করে দড়ির সাথে,
ওড়না’টা ঝরো বাতাসে মাঝে মাঝে উড়ে উঠে কি এক অহংকারে,
অথবা মন খারাপ করে হঠা্ৎ ভিঁজে যায় আচমকা বৃষ্টিতে,
কখনো গুমোট বাতাসে একেবারে নিশ্চুপ পরে থাকে লাল ওড়নাটা দড়ির উপর।


লাল ওড়নাটা সর্বনাশ করেছে বালক’টির
সারাদিন বাড়ীর উল্টোদিকের দেওয়ালে হেলান দিয়ে দাড়িয়ে থাকে,
তাকিয়ে থাকে লাল ওড়না’টার দিকে,
যদি কোনো বালিকা লাল ওড়নাটা ঘরে নিয়ে যায়।
বালক’টি ভাবে লাল ওড়নাটা তার মতোই অপেক্ষায় আছে একজন বালিকার জন্য।


আশ্চর্য একটা লাল ওড়না আর বালকে’র
একই হাহাকার।
————————
রশিদ হারুন
১৫/০৫/২০১৯

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:১২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:১২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞ। ভালোবাসা রইলো

২| ১৪ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮

মেঘ প্রিয় বালক বলেছেন: ভালো হবে সংশোধন করে নিবেন ভাই। অল্প কথা হলেও অনেক কিছু বুঝিয়েছেন।

১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:১২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞ। ভালোবাসা রইলো

৩| ১৫ ই জুলাই, ২০১৯ রাত ২:০৬

আমিই মুসাফির বলেছেন: লাল ওড়না কি বালক দেহে না আপনে?

১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:১২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞ। ভালোবাসা রইলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.