নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

প্রাক্তন প্রেমিকা সংবাদ

১৫ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৩৩


ডাকপিয়নের চাকুরীর প্রথম দিনেই,
ব্যাগে অনেকগুলো চিঠি নিয়ে ঘুরছি মানুষের দরজায় দরজায়।
প্রতিটি চিঠি পৌঁছে দিচ্ছি প্রাপকের কাছে।
শুধু বুক পকেটে আলাদা করে রেখেছি একটি চিঠি,
আমার প্রাক্তন প্রেমিকার কাছে লেখা তার নতুন স্বামীর চিঠি।


হলুদ খামে’র উপর নীল কালিতে লেখা প্রাপকের নাম।
খুব আদর করে নতুন বউ’য়ের নাম লিখেছেন তিনি।


কি লেখা আছে সেখানে?
খুব লোভ জাগছে পড়ে দেখতে।
শুরু কি করেছে
‘প্রিয়তমা অথবা আদরের বউ’ লিখে?
ভিতরে প্রতিটি শব্দে প্রেম আর বিরহ কি আর্তনাদ করছে?
কামনা’র কথা কি লেখা আছে খুব বেশি?
নাকি শুধুই নিয়ম মানার চিঠি?
শরীরের খবর আর টাকা পয়সার কথা?


আমি জানি যতই নীল কালিতে চিঠি আসুক তার কাছে
আমার মতো ভালোবাসা’র কথা,
নীল জোছনার কথা, নীল আকাশের কথা,
নীল বিরহ আর অভিমানের কথা তাকে কেউ লিখতে পারবে না।
সস্তা প্রেম ভালোবাসা’র কথা লিখা আছে নিশ্চিয়ই এই চিঠিতে।


এই সস্তা চিঠি থাকুক আমারই কাছে,
ফেলে দিবো না হয় কোনো ডাষ্টবিনে,
আমি তারচেয়ে দামী একটা চিঠি লিখে
পৌছে দিবো তার দুয়ারে।


প্রেমিকারা কেনো যে বুঝে না!
তারা কখনোই প্রাক্তন হয় না,
প্রেমিক’রা কষ্টে মাঝে মাঝে ডাকপিয়ন হয়ে যায়।
—————————
রশিদ হারুন
১৬/০৫/২০১৯

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: বেশতো। দারুন লিখেছেন ডাকপিয়ন। :)

১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:০৭

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞ। ভালোবাসা রইলো

২| ১৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:১৯

মাহমুদুর রহমান বলেছেন: সহজ সরল সুন্দর।

১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:০৭

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞ। ভালোবাসা রইলো

৩| ১৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:০৮

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞ। ভালোবাসা রইলো

৪| ১৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:১৫

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:০৮

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞ। ভালোবাসা রইলো

৫| ১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:২১

সাহসী সন্তান বলেছেন: মেলাদিন পর একটা দূর্দান্ত কবিতা পড়লাম। সত্যিই অসাধারণ! তবে চার্লস ডারউইনের লাস্ট বিবর্তনবাদের থিওরীটা জানেন তো? পৃথিবীর প্রত্যেকটা ব্যর্থ প্রেমিকই পরবর্তি পাঁচ থেকে দশ বছরের মধ্যে তার প্রাক্তন প্রেমিকার বাচ্চার মামায় বিবর্তিত হয়... :(

তাই বলছিলাম, প্রেমিকারা প্রাক্তন হয় না। দূর সম্পর্কের ভাগ্নের মা হয়! ;)

০৭ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:২০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞ। ভালোবাসা রইলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.