নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

হলুদ খাম

১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:০৮


নেশা ছিলো হলুদ খাম জমানো ।
বালক বয়স থেকে যখন যেখানে দেখেছি,
কিনেছি, চুরি ও করেছি,
তবুও হলুদ খাম জমানো কখনো ছাড়িনি।


তোমার মন খারাপ দেখে সব হলুদ খাম
দিয়েছিলাম তোমায় খেলতে,
ভেবেছিলাম তোমার মন ভালো হলে ফিরিয়ে দিবে আমায় একদিন।


তুমি মনে হয় ভুলেই গেছো,
আমি অপেষক্ষায় প্রতিদিনই তোমার দরজায় আমার ছায়া ফেলি।
তবুও আর আমার হলুদ খামের দেখা পাইনি।
একদিন দেখলাম আমারই সেই হলুদ খামে ভরে,
ভালোবাসা দিচ্ছো কোন এক যুবক’কে।


শুনছো,
তারপর থেকেই আমার প্রচন্ড মন খারাপ,
প্রচন্ড মন খারাপ নিয়ে
আমি এখন শুধু বিষাদের কবিতা লিখি।


শুনছো,
সামান্য হলুদ খামও একজন মানুষকে কবি বানিয়ে দেয়,
আশ্চর্য না!!
———————
রশিদ হারুন
১৭/০৫/২০১৯

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:৩৭

সেজুতি_শিপু বলেছেন: হ্যা, আশ্চর্যই । সুন্দর কবিতা ।

১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৪৫

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ ভাই
ভালো থাকবেন

২| ১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: আশ্চর্যই বটে।।

১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৪৫

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ ভাই
ভালো থাকবেন

৩| ১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:৫১

সাহসী সন্তান বলেছেন: 'শুনছো' একাধিকবার হওয়ায় পড়তে কেমন জানি লাগছে। তাছাড়া আর সব ঠিকঠাক আছে! আপনি সুন্দর কবিতা লিখতে পারেন। রিয়েলি...

ভালো লাগা রইলো কবিতায়! শুভ কামনা জানবেন!

১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৪৫

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ ভাই
ভালো থাকবেন

৪| ১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:০১

তারেক ফাহিম বলেছেন: বিষাদের কবিতার পাশাপশি গদ্যও লিখুন।
শুভকামনা।

১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৪৬

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ ভাই
ভালো থাকবেন

৫| ১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:২৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৪৬

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ ভাই
ভালো থাকবেন

৬| ১৬ ই জুলাই, ২০১৯ রাত ১০:২৫

মেঘ প্রিয় বালক বলেছেন: পুরোই আশ্চর্য্য, কবিতা পড়ে মুগ্ধ হলাম। চরম পর্যায়ের ভালো লাগার মত কবিতা। ভালবাসা রেখে গেলাম কবিতায়।

১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৪৬

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ ভাই
ভালো থাকবেন

৭| ১৭ ই জুলাই, ২০১৯ রাত ১:৫৯

বলেছেন: ভালো লাগা

১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৪৭

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ ভাই
ভালো থাকবেন

৮| ১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ২:৪৫

অর্থনীতিবিদ বলেছেন: ডাকবিভাগের হলুদ খামের কথা মনে করিয়ে দিলেন। সেগুলোতে করে একসময় কতশত সুখ-দুঃখের কথা আর কবিতা চালাচালি হয়েছে তার ইয়ত্তা নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.