নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

মনোলীনা’র চিঠি

০৬ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:৫৪


কবি,
আজকাল তুমি এতো বিষাদ খুঁজো কেনো?
অন্ধকার রাতে বিষাদ খুঁজতে কোথায় যাও কবি?
সব বিষাদে কি আর কবিতা হয়?


কবি,
কবিতা’র জন্য ভাংঙ্গা চাঁদের ‘মন মরা’ আলোতে তুমি কাকে খুঁজতে ঘর থেকে বের হয় এখন?
আমাকেতো বিষাদ খুঁজতে ডাকোনা এখন?
মরা আলোতে ভুল মানুষকেও কিন্তু আপন মনে হয়।
অন্ধকারে তুমিতো ভুল মানুষের কাছে চলে যাবে!


কবি,
অন্ধকারে কার বিষাদ বুকে তুমি কবিতা খুঁজতে বের হও?
তুমি একা যেওনা,
আমাকে সাথে নিও
যেদিন চারিদিকে জোনাকী পোকা আলো জ্বেলে নিজেরা ভালোবাসা বাসি করে,
সেই আলোতে মানুষের মুখ দেখা যায় ভালোভাবে,
তুমি সেই আলোতে ঘর থেকে বের হয়ো,
আমি আমার শরীরের সব বিষাদ দিয়ে তোমাকে কবিতা দিবো সেদিন।


কবি,
মনে আছে,
তোমার প্রথম কবিতার জন্য
আমার ঠোঁট ছুঁয়ে বিষন্নতার নামে যে আগুন দিয়েছিলে ঠোঁটে,
সেই আগুন এখনোও জ্বলছে আমার সারা শরীরে।


কবি,
সেই আগুনে আমার সকাল বিকাল পুড়ে যাচ্ছে,
রাতের বেলায় নিঃসঙ্গ বিছানা পুড়ে,
কলের পানিও কেমন আগুনের মতো গরম হয়ে আছে,
চুলার গরম আগুন ও ভয় পায় আমার শরীরের আগুনকে,
যদি নিজের আগুনে নিজে পুড়ে মরে যাই,
তবে কার ঠোঁটে বিষাদ খুঁজবে তুমি?


কবি,
আমি তোমার প্রথম কবিতার কসম দিয়ে বলছি,
তুমি আর ভাংঙ্গা চাঁদের ‘মন মরা’ আলোতে বিষাদ খুঁজতে ঘর হতে বের হয়োনা না,
ভুল করে অন্য আরেকজনের কবিতা লিখে ফেলবে হয়তো।
আমি তোমাকে জোসনার ফকফকে আলোতে আমার শরীর খুলে সব বিষাদ তোমাকে দিব,
তুমি তখন খুশি মত তোমার কবিতা লিখো।


কবি,
তোমার আর দরকার নেই বিষাদে খুঁজতে ঘর থেকে বের হবার।


ভুল বিষাদে কবিতা হ্য়না কবি।


তোমারই
মনোলীনা
—————
রশিদ হারুন
২৭/০৫/১৯

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম
সুন্দর হয়েছে

০৭ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:৪০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ আর ভালেবাসা রইলো

২| ০৬ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৩৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৭ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:৪১

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ আর ভালেবাসা রইলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.