নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

আয়নাটা আমার আত্মা ধার নিয়েছিলো

০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:২৩


একটি আয়নার অভাবে অনেক’দিন হলো মাথার চুল আঁচড়ানো হয় না।
ঘরে এখন আর কোনো আয়না নেই,
তুমি চলে যাবার সময় ঘরের একমাত্র আয়নাটাও যে চলে গেছো তোমার সাথে,
ইচ্ছে করে না ভুল করে!
আমি এখনো বুঝতে পারিনি।


মনোলীনা,
আমার প্রায়ই মনে হতো
তুমি আমার চেয়েও বোধহয় আয়নাটাকে বেশী ভালোবাসতে,
অথবা আয়নাটা তোমাকে!


তোমাকে কখনো বলাই হয়নি,
একদিন আয়নাটা আমার আত্মাটা ধার নিয়েছিলো,
আলসেমী করে আর ফেরত নেওয়া হয়নি,
আয়নার সাথে আমার আত্মাটাও চলে গেছে তোমার কাছে।


নতুন আয়না কিনতে আমার আর ইচ্ছে হয়না,
যদি কখনো ফিরে আসো ,
মনে করে আয়নাটা ফেরত নিয়ে এসো,
নিজেকে দেখিনা অনেকদিন হলো।
অনেক’দিন হলো তাই মাথার চুল আঁচড়ানো হয় না।


মনোলীনা,
একজন আত্মাহীন মানুষ অনেকদিন চুল না আঁচড়ালোও কেউ তাকিয়েও দেখেনা।
———————
রশিদ হারুন
০৫/০৮/২০১৯

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৫০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৫২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:১৫

শুভ্রনীল শুভ্রা বলেছেন: আয়নাটা ফেরত পেলে আবার একটি কবিতা লিখবেন - একজন কবির আয়না দর্শন নিয়ে। বেশ ভালো লেগেছে কবিতাটা। :) :)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৮

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: বাহ! প্রেমের কবিতা। বেশ....

০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:২৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৩০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.