নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
প্রায়ই ভুল করে
প্রিয় হলুদ রংয়ের শার্টটি গায়ে চড়াই,
আয়নায় যখনই নজর পড়ে
তখনই লাল রং এর ছোপ ছোপ দাগ চোখে পড়ে।
মনে পড়ে যায়-
একদিন ভুল করে
তোমার লাল ব্লাউজের সাথে
হলুদ রংয়ের শার্টটি এক সাথে ধুয়েছিলে।
সেই সময় শার্টের গায়ে লাল রং লেগেছিলো।
কেউ দেখলে ভাববে রক্তের দাগ,
হলুদ শার্টের শরীরে যেনো রক্তক্ষরন,
প্রতিবারই মনে হয় শার্টের শরীরে লাল রং বাড়ছে,
আবার শার্টটি খুলার সাথে সাথে
কেনো যে অনুভব হয়-
আমার পুরো শরীরে লাল রং লেগে আছে !!
তখনই মনে পড়ে
তুমিতো বহুদিন আগেই
এই ঘর ছেড়ে হারিয়েছো,
অন্য ঘরে থাকো
অন্য শহরে থাকো।
শুধু ভুল করে ফেলো গেছো আমার ঘরে
তোমার লাল ব্লাউজটি।
আমার হলুদ শার্টটি
আর তোমার লাল ব্লাউজটি
এখনো একসাথেই থাকে
তোমারই পছন্দের আলমারীতে।
——————————————
রশিদ হারুন
৩০/০৮/২০১৯
১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:১৩
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:২৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অসাধারণ স্যার !
আপনাদের লেখাগুলো যে কি মিস করেছি , সাথে আপনাদেরও !
অনেক ভালো থাকবেন।
২০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:০৫
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৪১
সেলিম আনোয়ার বলেছেন: বেশ তো ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:০৫
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:০৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কবিতায় গল্পটা দারুন ফুটেছে।
২০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:০৫
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৯
রাজীব নুর বলেছেন: চমৎকার।
২০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:০৫
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৪৫
কবি হাফেজ আহমেদ বলেছেন: চমৎকার লিখেছেন প্রিয়।
২০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:০৬
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: দু:খ কাব্য সুন্দর হয়েছে