নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসায় পিপড়ে ধরেছে

২০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:০৬


যে শহর আমাকে ভালোবাসা শিখিয়েছে সাতদিন হলো প্রচন্ড গুমোট ভাব সেই শহরের,
সাতদিন হলো তুমি চলে গেছো অন্য শহরে,
তাই সব থেমে আছে ঢাকা শহরের।


এই শহর মন খারাপ করে-
অযথাই রাস্তাঘাটে জ্যাম লাগিয়ে রেখেছে সাতদিন ধরে।
সুর্যটা ঝুলছে আকাশে তখন থেকেই,
নেমে এসেছে ঠিক মাথারই উপড়,
কে যেনো পেট্রোল ঢেলে আগুন দিয়েছে তাতে,
ঢাকা শহর তাই পুড়ছে ভিতরে বাহিরে।


মানুষ অল্পতেই অস্হির হয়ে ঝগড়া করছে।
জিনিষপত্রের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে।
রাতের মায়াবী চাঁদ ও চলে গেছে তোমার সাথেই অন্য শহরে।


আমি আগোছালো মানুষ,
তাই ভালোবাসাটুকু ফেলে রেখেছিলাম তোমার ঘরের এককোনে আগোছালো ভাবে,
পিপড়ে ধরেছে কবে টেরও পাইনি।


তুমি যেদিন পাশের শহরে চলে গেলে,
নতুন গোছানো মানুষ আর তার গোছানো ভালোবাসা নিয়ে,
শধু সেদিনই দেখলাম-
পিপড়ে খাওয়া শত ছিদ্র আমার ভালোবাসা পড়ে আছে ঘরের ডাষ্টবিনে।
শত ছিদ্র ভালোবাসার দিকে তাকিয়ে ভাবি
‘ভালোবাসা এখনো কিছুটা আছে তাহলে!!’


অসংখ্য অস্হির মানুষের ভীড়ে,
ফুটপাতের দোকানে দাড়িয়ে
তীব্র মিষ্টি চায়ে চুমুক দিতে দিতে
আমি সিগারেটে দীর্ঘ টান মারি,
আর অন্যমনস্ক ভাবে ভাবতে থাকি-
‘পিপড়েরা দয়া করে কিছু ভালোবাসা রেখেছে এখনো কার জন্যে?
কার জন্যে?’
—————————————
রশিদ হারুন
০১/০৯/২০১৯

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৩৫

চাঁদগাজী বলেছেন:


ঢাকা শহরে জ্যাম লাগানো কিন্তু ভালো হচ্ছে না! ২ কোটী মানুষের সময় নষ্ট হচ্ছে, ১ হনুমানের লেজের আগুনে পুরো লংকা পুড়েছিলো

২১ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:২৫

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ ভাই
মন্ত্বব্যের জন্য

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৫৪

রাজীব নুর বলেছেন: স্বচ্ছ পবিত্র ভালোবাসা নেই। তাই পিপড়া ধরে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:২৫

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ ভাই
মন্ত্বব্যের জন্য

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৫৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: হায়রে ভালোবাসা !

পড়ে ভালো লাগলো ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:২৫

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ ভাই
মন্ত্বব্যের জন্য

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৩৬

অবলাল রশ্নি বলেছেন: ভালো লেগেছে খুব। চালিয়ে যান

১২ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩৬

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অসাধারণ কিছু পেলাম। ধন্যবাদ স্যার।

১২ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩৬

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.