নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

তুমি ডেকেছিলে একদিন,বিষন্ন বিকেলে

২৮ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩৫


মনোলীনা,
তুমি
আমায় ডেকেছিলে একদিন
বিষন্ন বিকেলে।
বিশাল মাঠে
আমি দাড়িয়েছিলাম একা-
পিছনে এক দীর্ঘ বোকা বিষাদ,
বিকেলের ম্লান আলো
মাইলের পর মাইল ছাড়িয়ে
মন খারাপের ফাঁদ পেতে রেখেছিলো,
আকাশে উড়ছিলো একদল ক্ষুধার্ত শকুন।


তুমি আসোনি সেদিন।
অপেক্ষার সাথে অপেক্ষা-
সেলাই করতে করতে ক্লান্ত হয়ে
এক জীবন পার হয়ে যায়
সেই এক বিষন্ন বিকেলেই।


হঠাৎ একাকীত্ব ভেঙ্গে
শব মিছিল চলে যায় পাশ দিয়ে।
ভেসে আসে বাতাসে
কর্পূরের গন্ধমাখা এক তীব্র বিষন্নতা,
আর শকুনের ডানার অস্হিরতার শব্দ।


তারপর থেকে
প্রতিদিনই বিকেলে
সেই বিশাল মাঠে,
আমি একটা আস্ত জীবন পার করে দেই,
অপেক্ষায় অপেক্ষায় আর বিষন্নতায়।
আর প্রতিদিনই একটি শব মিছিল যায়
কর্পূরের গন্ধ আমার বুকে মেখে।


মনোলীনা,
তুমি কখনোই
টের পেলেনা,
আমার এই বিষাদের বুকের
তীব্র অন্ধকার আর বড়ো নির্জনতা,
ঠিক যেনো-
মৃত মানুষের কবরের মতো।
—————————————————
রশিদ হারুন
১৭/১০/২০১৯

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫৭

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

২| ২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২৮

মিথী_মারজান বলেছেন: বাহ্!
কি সুন্দর একটা কবিতা!

২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫৮

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৩| ২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫৮

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৪| ২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫২

ইমু সাহেব বলেছেন: বাহ বাহ , মৃত মানুষের কবরের মতন ।

২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫৯

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৫| ২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার কবিতা।

২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫৯

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.