| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জিএম হারুন -অর -রশিদ
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
জানালা দিয়ে-
বালককে দেখলেই বালিকাটি
অদ্ভুত অদ্ভুত আবদার করে প্রতিদিন।
সেদিন স্বচ্ছ কাঁচের বয়াম এগিয়ে দিয়ে বললো-
তার কিছু লাল রংয়ের রোঁদ লাগবে,
বালকটি তার বুকের পাল্লা খুলে জমানো সবটুকু লাল রোঁদ দিয়ে দিলো।
আরেকদিন বালিকা চাইলো কিছু জোনাকির গল্প,
বালকটি সেদিনও বুকের পাল্লা খুলে তার জমানো সব জোনাকির গল্প দিলো।
তারপর অন্যদিন দিলো জল ছাড়া মেঘ,
এভাবে-
একটি স্বপ্নডানা প্রজাপতি,
একটি সবুজ বৃক্ষের দ্বীপ,
তারপর বালিকাটি চেয়ে নিলো
তার একমাত্র নীল আকাশটা।
একদিন বালকটি দেখলো
তার বুকের সব পাল্লাই খালি,
শুধু একটিতে জমে আছে
বৃষ্টির থৈ থৈ জল।
জলের ভয়ে
বালিকাটি আর জানালা খুলেনা এখন।
অপেক্ষায় থাকতে থাকতে -
বালকটির বুকের সব পাল্লাই জলে ডুবে যায় একদিন।
বালকটি বোধহয় প্রেমিক হতে চেয়েছিলো,
তাই বুকের সব কিছু খুলে দিয়েছিলো।
অথচ ঈশ্বর লিখে রেখোছিলো-
বালকটি একদিন কবি হবে।
আপনারা খুঁজে দেখুন
সব কবিই একদিন প্রেমিক হতে চেয়েছিলো।
————————————————————
রশিদ হারুন
২৬/১০/২০১৯
৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:১০
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
২|
৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:০১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: অসাধারণ লাগল!
৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:১১
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
৩|
৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:১৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতাটি মুগ্ধকর।
৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:২৬
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
৪|
৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:২২
মাহমুদুর রহমান বলেছেন: ভালো লেগেছে
৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:২৬
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
৫|
৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:০৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: বেশ কাব্যিক!
দারুণ।
৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৩
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
৬|
৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১৯
সাইন বোর্ড বলেছেন: তবু কবিরা শেষ পর্যন্ত প্রেমিক'ই থেকে যায় ।
০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৬
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
ঠিকই বলেছেন
৭|
৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর ভালো লাগল
০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৬
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
ভালো থাকবেন
৮|
৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৫
সেজুতি_শিপু বলেছেন: খুব সুন্দর কবিতা ! অনেক ভালো লাগল ।
০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৮
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
ভালো থাকবেন
শুভ কামনা রইলো
৯|
৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫৩
রাজীব নুর বলেছেন: কবিরা কখনও প্রেমিক হতে চায় না।
তারা প্রেমিক প্রেমিক ভাব দেখায়।
০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৯
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
আপনার কথা হয়তো ঠিক!!
ভালো থাকবেন
শুভ কামনা রইলো
১০|
০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১২:৩৫
নাহার জেনি বলেছেন: বাহ! দারুণ লিখেছেন।
০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৯
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
ভালো থাকবেন
শুভ কামনা রইলো
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: তারপর অন্যদিন দিলো জল ছাড়া মেঘ,
এভাবে-
একটি স্বপ্নডানা প্রজাপতি,
একটি সবুজ বৃক্ষের দ্বীপ,
তারপর বালিকাটি চেয়ে নিলো
তার একমাত্র নীল আকাশটা।
কবিতা প্রিয়তে স্যার।