নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

একটি পুরোনো ভালোবাসার গল্প

০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৭


বালক আর বালিকা
থাকে পাশাপাশি বাসায়।
প্রতিদিন দেখতে দেখতে দু’জনেরই
ভালোবাসা হয়ে যায় মনে মনে।
বলবে বলবে করে আর বলা হয়না
কারোই,
“যদি সে ‘না’ করে বসে,
ছিঃ ছোট হয়ে যেতে হবে তাহলে- তার কাছে।
ওই বলুক না আগে – ভালোবাসি”।


মনে মনে ভালোবাসা তাই –
থাকে দু’জনের বুকের বন্ধ আলমারীতেই ।


দিন হারিয়ে যায়- সময় হারিয়ে যায়।
একদিন বালিকা ও হারিয়ে যায় অন্য শহরে।
আর বালক হারিয়ে ফেলে ভালোবাসা ভরা তার বুকের আলমারীটা।


বালিকা অনেক দুরের শহরে,
প্রতিদিনই দুপুরে একা একা
বুকের মাঝে মন খারাপের আলমারী খুলে বসে
আর ভাবে-
“এতো কাছে ছিলো,
বললেই পারতাম – ভালোবাসি।”


বালকটি তার জানালা দিয়ে পাশের বাসার জানালায় তাকিয়ে দেখে- মাত্র একহাত দূরত্ব,
অথচ সেখানে ভাসছে এক এলোমেলো বিষন্ন জলে ভরা আকাশ।
আর সেই জলে বালক আরেকটু চোখের জল ঢেলে ভাবে,
“এতো কাছে ছিলো,
বললেই পারতাম – ভালোবাসি।”
————————————
রশিদ হারুন
৩০/১০/২০১৯

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৭

রাজীব নুর বলেছেন: মানুষের জীবনে সবচেয়ে বড় অস্ত্রই হচ্ছে ভালোবাসা।
খুব সুন্দর কবিতা।

০১ লা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৬

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

২| ০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালোবাসার বেঁচে থাক স্যার কিংবা কবিরা বাঁচিয়ে রাখুক কবিতায়।

০১ লা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৬

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৩| ০১ লা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৫

নাহার জেনি বলেছেন: গল্প আকারে কবিতাটা ভাল লাগলো..।

০১ লা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৭

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.