নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
এই শহরে আমার আকাশ
—————————
আশ্চর্য্য !!
এই শহরের
একবারও কেউ দেখলে না!
আমার আকাশটা অনেকদিন ধরেই
তার বাড়ীর বারান্দায়
ভিজে কাপড়ের মতো রোদে শুকাচ্ছে
একটি অদৃশ্য সুতোয় ।
সেখানে মন খারাপ করে বসে থাকে
অসংখ্য ভিজে রোদ।
সেই ভিজে রোদে
একটা ‘করুন পাপিয়া’ পাখি উড়ে,
ভিজতে ভিজতে উড়ে
একটা সুতো কাটা ঘুড়ি।
আর ঝরঝর করে ঝরে পড়ে
আর ফরফর করে উড়ে
এক বুক মেঘলা বাতাস।
সাথে হাজারো ডানা ঝাপটিয়ে উড়ে বেড়ায় আমার ‘না ফেলা দীর্ঘশ্বাস’।
আমি এখন এই শহরে ভিজে রোদ ফেরি করি।
———————
রশিদ হারুন
১০/১১/২০১৯
১১ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:০২
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
২| ১১ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৩৩
কিরমানী লিটন বলেছেন: দাগ কেটে গেলো....
১১ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:০২
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
৩| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৩
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১১ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মন খারাপ করা।