নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
ঈশ্বর,
প্রতিদিনই আমার গভীর ঘুম লাগবে এমনতো কথা নেই।
আমিতো আপনাকে বলিনি
আমি আস্ত একটা ঘুম রাত্রি চাই।
আমি ঘুমোতে চাইনা
রাত হলেই কেনো যে
আপনি আমার বিছানাকে
ফাঁসির মঞ্চ বানিয়ে ফেলেন!!
আমার রাতের ঘুমটি প্রতিদিনই ফাঁসিতে ঝুলে সেখানে।
ঈশ্বর,
নিঃসংগ মানুষের বিছানায়
হাহাকার দাপাদাপি করে।
এই হাহাকারে চোখ বুঝলেই আমার অসুখ হয়।
সেই অসুখে স্বপ্নে প্রতিদিনই আমি সাদা বক হয়ে উড়ি।
আর চোখ খুললেই দেখি-
একটা সাদা বক মরে পড়ে আছে বিছানায়,
অদৃশ্য রক্তে মাখামাখি হয়ে থাকে সাদা বক আর ফাঁসির দড়িতে ঝুলে থাকা ঘুম।
প্রতিদিন সকালে বিছানা থেকে তুলে রাখি
মৃত ঘুম আর মৃত সাদা বকটি।
ঘরের এক কোনে পরম যত্নে কফিনে পুরো রাখি তাদের।
সূর্য ডুবার সাথে সাথে
কবরে শুইয়ে দেই
মৃত ঘুমকে সাদা বকের পাশে।
আর গোপনে রেখে আসি একটি না পাওয়া জীবনকে কবরে।
ঈশ্বর,
আপনি আমাকে একটি আউলা-ঝাউলা জীবন দেন।
না ঘুমিয়ে
একেবারে না ঘুমিয়ে,
পুরো আস্ত একটি জীবন
আমি সাদা বক হয়ে উড়তে চাই।
—————————————————
রশিদ হারুন
১৫/১১/২০১৯
১৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৬
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
২| ১৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: প্রিয় স্যার , আপনার প্রতিটা লেখায় আমি রসদ সংগ্রহ করি !
কবিতায় ভালোলাগা রেখে গেলাম। +++
১৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৬
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
৩| ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:০৪
নার্গিস জামান বলেছেন: সুন্দর
২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৪
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৩৭
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।