নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
আমার জীবন
এতো জোড়াতালি মারা জীবন!!
টানতে টানতে প্রতিদিনই আরো ছিড়ে ফেলি,
দর্জিওয়ালা ও করুনার হাসি দিয়ে বলে,
“এতো ছেড়া জীবন আর সেলাই করে কি হবে!!
ফেলে দিলেই হয়,
অযথা সবার সময় নষ্ট।”
ঘুমোতে যাবার আগে প্রতি রাতে
নিজেই সুই সুতো নিয়ে বসে যাই
সেলাই করি-
ছিড়ে যাওয়া এক অদৃশ্য রং উঠা বিবর্ন আমার জীবনকে।
তারপর রাতের মধ্যেই ধুয়ে ফেলি শত ছিন্ন জীবনের মাঝে কানাগলিতে আটকে পড়া একটি আস্ত জীবন।
কড়া মাড় দিয়ে মধ্য রাতে ছাদে নিয়ে যাই জীবনটাকে,
অন্ধ জোনাকির আলোর তাপে শুকোতে।
সকালে কড়া আয়রন করে আবার বের হই
জোড়াতালি মারা আস্ত জীবন নিয়ে।
আমার সুই সুতোও হারিয়ে
যায় যখন তখন রাতে বেলায় !!
শুধু শুধু বয়ে বেড়ানো
এই জোড়াতালি মারা জীবন।
কোনো মানে হয়!!
অন্ধ জোনাকির আলোর তাপে শুকোনো এই জীবনের।
তারচেয়ে বরং গত জন্মটা খুঁজে পাই কিনা দেখি,
অথবা অপেক্ষায় থাকি পুনর্জন্মের।
———————————————
রশিদ হারুন
১৮/১১/২০১৯
১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫০
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
২| ১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৬
হাবিব বলেছেন: আহা....... কি ভাব কি ভাষা......
আবেগে আবেগিত হলাম
১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫১
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
৩| ১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২০
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫১
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
৪| ১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৮
কিরমানী লিটন বলেছেন: পঁচা পেঁয়াজ ১০০ টাকা কেজি। ছেঁড়া জীবন মূল্যহীন। ছিদ্র গলে ভালোবাসা পড়ে যায় সেখান থেকে।
খুব ভালোলাগা ++
১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫১
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
৫| ১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৮
নার্গিস জামান বলেছেন: সুন্দর
১৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৩
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: “এতো ছেড়া জীবন আর সেলাই করে কি হবে!!
ফেলে দিলেই হয়,
অযথা সবার সময় নষ্ট।”
কবিতায় অসম্ভব ভালো লাগা। +++