নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

বিশ্বাসঘাতক চাঁদটা একদিন আমাকে মারবে

১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩৮


প্রিয় মনোলীনা,
আমার বোধহয় খুব তাড়াতাড়ি মরে যাবার শখ হয়েছে,
এই শহরের চাঁদও হয়েছে বড়ই বিশ্বাসঘাতক।
তা না হলে এই ঘুমিয়ে যাওয়া চাঁদকে জাগাতে -
কেউ এভাবে প্রতিদিন গভীর রাতে নিয়ন বাতির বোবা আলোতে নিজেকে ভিজায়।
বোবা আলোতে ভিজতে ভিজতে শরীরে এখন অসুখে ধরেছে।
এই শহরের বিশ্বাসঘাতক চাঁদটা আমার বুকে দিয়েছে-
‘এক মুঠো বিষন্ন অসুখ’।

মনোলীনা,
অসুখ হলেই-
আমার ছায়াও কাঁদতে বসে বিলাপ করে।
তাইতো সারারাত ঘুমিয়ে যাওয়া বিশ্বাসঘাতক চাঁদকে জাগাতে চাই,
শুধু দু’জনের আবছায়া খুঁজতে।
এই শহরের সব অলিগলিতে হেটে বেড়াই,
যেখানে বিশ্বাসী চাঁদের আলোতে দু’জনের
ছায়া কাটাকুটি খেলেছিলো কোনো একদিন।
আর ঘাসের উপড় পড়েছিলো দু’টি ছায়ার দীর্ঘশ্বাস।
খুঁজে পাইনা তাদের অনেকদিন হলো।
তবুও নিয়ন বাতির বোবা আলোতে ভিজি আর খুঁজি।

মনোলীনা,
তুমি কি জানো?
আজকাল রাতের রিকশা ভাড়া খুব বেশী বেড়ে গেছে?
তাই আর রাতের রিকশায় উঠা হয়না।
আমি হাটতে হাটতে ক্লান্ত হয়ে হয়ে যাই প্রতিবারই।
তোমার বাড়ী পৌঁছাতে পৌঁছাতে ভোর হয়ে যায়।
পাগলা ষাড়ের মতো সূর্যটা আগলে দেয় তোমার গলি।

মনোলীনা,
আমার ঠিকানাটা ভুলে যাওনিতো?
আগের ঠিকানাই থাকি,
যদি তোমারও আবারো ছায়ার কাটাকুটি খেলতে ইচ্ছে জাগে কখনো,
তুমি এসো আমার বাড়ীতে
সময় করে আমাকে একজন ডাক্তারের কাছে নিয়ে যেও।
ভালো লাগেনা বুকে এই বিষন্ন অসুখ।
—————————————
রশিদ হারুন
১৯/১১/২০১৯

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:২৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

১৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:২২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

২| ১৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার। সুন্দর।

১৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৭

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৩| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৩৭

নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর :)

২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:১১

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৪| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৪২

আহমেদ জী এস বলেছেন: জিএম হারুন -অর -রশিদ,




বেশ হয়েছে কবিতা।
ভালো লাগলো মনোলীনার জন্যে বিলাপের ছায়াদের কেঁদে যাওয়া।

২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:১২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৫| ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:২৪

কিরমানী লিটন বলেছেন: কবিতায় মুগ্ধতা +++++

২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:১২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.