নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

তুমি কেমনে থাকো এই অমিমাংসিত পরবাসে

২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:০৭


এখন আর আমার সময়মতো ঠিকঠাক বাড়ী ফেরা হয়না,
শুধু একটি টিকটিকির জন্য।
বাড়ী ফিরলেই কোত্থেকে যে হাজির হয় সে।
শাসনের আর কৈফিয়তের ভংগিতে জানতে
তোমার কথা।

টিকটিকির চোখে চোখ রাখতে পারবো না বলে-
ঘরের ছাদে এসে লুকিয়ে থাকি অনেক রাত্রি,
উদাসী আকাশটাও একসময় তোমার কথা জানতে চায়।
নতুন খবর নেই তাই চুপ করে থাকি,
এক সময় যখন দেখি একটি বোকা জোনাকি তার অমিমাংসিত ছায়া খুঁজছে
তখন নেমে আসি ঘরে।

তুমি এখন যে বাড়ীতে থাকো
সেখানে কি একটা টিকটিকি থাকে,
ছাদে কি এমন একটা উদাসী আকাশ আছে?
আর একটা বোকা জোনাকি?

গভীর রাতে-
একা ঘরে ঢুকি বোকা জোনাকির মুখোশ পড়ে।
টিকটিকিটা ততোক্ষনে ক্লান্ত হয়ে বোধহয় ঘুমিয়ে পড়ে।
বাতি নিভিয়ে সারারাত-
আমি বিছানায় বসে থাকি বিরতিহীন জ্বলন্ত সিগারেটে ঠোঁট রেখে।

সিগারেটের আগুনের সাথে আমার অমিমাংসিত ঘুমকে পোড়াতে পোড়াতে ভাবতে থাকি-
‘আমাকে ছাড়া তুমি কেমনে থাকো এই অমিমাংসিত পরবাসে!!’
——————————————
রশিদ হারুন
২০/১১/২০১৯

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪২

কিরমানী লিটন বলেছেন: চমৎকার ভালোলাগা - নান্দনিক......

২০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৯

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

২| ২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৩

এস সুলতানা বলেছেন: চমৎকার ভাবনা।++

২০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৯

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৩| ২০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৫

রাজীব নুর বলেছেন: আপনার মতো করে কবিতা লিখতে অনেকবার চেষ্টা করেছি এবং ব্যর্থ হয়েছি।

২০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৩

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৪| ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৫৪

নুরহোসেন নুর বলেছেন: আবার ঠিকঠিকর সাথে হোক মিমাংসিত প্রেম,
বোক জোনাকী জ্বালিয়ে দিক ভালবাসার আলো;
ছাদে হতাশার বিচরন বন্ধ হোক।
অসাধারন হৃদয় স্পর্শী কাব্য।

২১ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২১

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
সুন্দর মন্তব্যের জন্য

৫| ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৫

নার্গিস জামান বলেছেন: অনেক সুন্দর :)

২১ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৬| ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ একটি কবিতা।

২১ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৭| ২১ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৪

রূপম রিজওয়ান বলেছেন: দারুণ লাগলো কবিতাটা।

২১ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.