নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

আমার ‘অভাবী ঘুম’ পালিয়েছিলো এক রাতে

২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:২১


“হ্যালো,
‘৯৯৯’
আমার একটি ‘অভাবী ঘুম’ পালিয়েছে কিছুক্ষণ আগে।
এতো রাতে খুঁজতে পারবেন না!!
আশ্চর্য!!!
শহরের রাতের পুলিশ কি করে!!,
হারিয়ে যাওয়া ঘুম- খুন হওয়ার চেয়েও বড় খুন।
আমাকেই খুঁজে নিতে হবে!!
শুনুন দয়া করে ফোন রাখবেন না,
‘অভাবী ঘুম’ রাতেই খুঁজতে হয়,
রেখে দিলেন!”

অনেকদিন হলো-
শুধু পোষ মানাবো বলে,
একটি ‘অভাবী ঘুম’ শিকলে বেঁধে রেখেছিলাম মানিব্যাগের গোপন ভাঁজে।
রাতেই হলেই তাকে শিকলে আটকে রাখতাম দু’চোখের ছায়ায়।
সেই ‘অভাবী ঘুম’ সারারাত ঝুলতে থাকতো
আমার দু’চোখের বিকারগ্র্রস্ত ছায়ায়।

তারপর এক ঘোরগ্রস্ত রাতে,
একটি অন্ধ পেঁচা যখন বুক ছিঁড়েফেড়ে উড়তে লাগলো,
আমার দু’চোখের ছায়াও মরতে লাগলো সেই
অন্ধ পেঁচার ডানার দাবড়ানিতে।
ঠিক তখনই সুযোগ বুঝে পালালো আমার ‘অভাবী ঘুম’।

আমার ‘অভাবী ঘুম’ এই শহরেই লুকিয়ে ছিলো।
ঘোরলাগা চোখ নিয়ে সে রাতেই পুরো শহর উকিঝুকি দিলাম।
কোথাও যখন পেলাম না,
তখন কেনো যে বারবার মনে হচ্ছিলো-
“অভাবী ঈশ্বর বোধহয় ঘুমোচ্ছে আমার অভাবী ঘুম চুরি করে”।

একসময় পেয়ে যাই তাকে।
এক ঘুমন্ত বাড়ীর দোতালার জানালায় উকি মারছিলো সে।
চোরের মতো আমিও দেয়াল টপকে উঠে আসি দোতালার জানালায়।
‘অভাবী ঘুমের’ কাঁধে হাত রেখে আমিও চোখ রাখি জানালায়।
সেই বাড়ীর বিছানায় পড়ে আছে তোমারই মরা ঘুম।

আমি জানতাম না
ঘুম মরে গেলে দু’চোখ এতো ভয়ংকর অভাবী দেখায়।
কারন একসময় তোমার দু’চোখে ছিলো আমার দোতলা ‘ঘুম বাড়ী’।

হ্যালো,
হ্যালো,
‘৯৯৯’
আমি পেয়েছি আমার ‘অভাবী ঘুম’।
আপনাদের আর কখনো বিরক্ত করবো না।
সে এখন পাহারা দিচ্ছে একটি ‘মরা ঘুম’।
আপনারা ভাববেন না,
সে একা নয়,
সাথে আছে আমারও দু’চোখের মৃত ছায়া।
———————————————
রশিদ হারুন
২৫/১১/২০১৯

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ৯৯৯ তে আমার ফোন করা দরকার।
চমৎকার ভাবনা। চমৎকার কবিতা। কবিতায় ++

২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:১০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ভালাবাসায় রইলো

২| ২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:০১

রাজীব নুর বলেছেন: ৯৯৯ জরুরী একটি নম্বর।

২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:১০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ভালাবাসায় রইলো

৩| ২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৪

নার্গিস জামান বলেছেন: অনেক সুন্দর :)

২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:১১

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ভালাবাসায় রইলো

৪| ২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৫

নুরহোসেন নুর বলেছেন: ৯৯৯ এ ডায়াল করতে মন চাচ্ছে ঘুম পাচ্ছে,
এখন ঘুমালে চলবে না হাতের কাজ শেষ করতে হবে।
ভাল লাগলো ঘুম কবিতা।

২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:২৭

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.