নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

অমিমাংসিত

০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১:০০


মনোলীনা,
মধ্য রাতের নৈশব্দে হাটতে হাটতে
যখনই আমি তোমার বাড়ীর কাছাকাছি চলে আসি-
একটা পরিচিত ল্যাম্পপোষ্ট আমার পথ আগলে ধরবেই।
গলির রাতের পাহারাদারের মতো করে আমার শরীরে নিয়ন বাতির ফেলে জানতে চাইবে-
‘এতো বড় একটা শরীর নিয়ে ঘুরো পুরো শহর!!
অথচ ছায়া ভুলে কোথায় রেখে আসো?

আমি কখনোই ফাঁকি দিতে পারিনা রাতের সেই ল্যাম্পপোষ্টটাকে।
আমি কেনো যে বলতে পারিনা!!
তোমার জানালার গ্রীল ধরে দাড়িয়ে থাকা আমার অন্ধ ছায়াটাই দেখতে আসি প্রতি রাতে।

প্রতিবারই ল্যাপপোষ্টের সেই বিদ্রুপের আলোতে আমি পুড়ে যাই ।
ফিরতে থাকি এক অশরীরী কবিকে নিয়ে।
এক সময় দৌড়াতে দৌড়াতে ঘরে ঢুকি
প্রচন্ড বৃষ্টির মধ্যে ছাতা উড়ে যাওয়া অসহায় মানুষের মতো।
প্রতিরাত নিজেরই এপিটাফ লিখতে বসে যাই তোমাকে দেবী বানিয়ে।

মনোলীনা,
যে কথা এখনো বলা হয়নি তোমাকে,

-আমার ছায়া অন্ধ হয়েছিলো তোমারই ছায়ার শোক আর সন্তাপে এক দীর্ঘ
অ-ঘুমে।
-গায়ে মাখতে না পারা না দেখা সেই মায়াতে।
-বলতে না পারা সেই অমিমাংসিত কথাতে-
“মনোলীনা,
তুমি কি কবিকে ভালোবাসো
নাকি তার কবিতাকে?”

মনোলীনা,
বিষন্ন ভোরের আলোতে ঘরের দরজা খুললেই প্রতিদিনই তুমি দেখবে-
একটি ল্যাম্পপোষ্ট দাড়িয়ে কাঁদছে চিৎকার করে-
এক বিপন্ন অনুতাপে।
তার পাশেই কফিনে শুয়ে থাকে সাদা কাপড়ে মুড়োনো আমার কবিতার খাতা।
আর একটা অন্ধ ছায়া বসে থাকে এপিটাপের গায়ে হেলান দিয়ে।

পুনশ্চ: আমার জন্য না হোক অন্তত আমার কবিতার জন্য মায়াবী মৃত্যূ চেয়েছিলাম তোমার কাছ থেকে।
————————————
রশিদ হারুন
০২/১২/২০১৯

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ২:২০

Tanzim Hasan বলেছেন: চমৎকার

০২ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

২| ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ২:২২

সাইফ নাদির বলেছেন: ভালো লাগলো পড়ে

০২ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২১

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৭

রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
আপনার কবিতা পড়ে আজকের দিনটি শুরু করলাম।

সহজ সরল সুন্দর কবিতা।

০২ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২১

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার কবিতা। খুবই ভালো লাগলো। ++

০২ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাল লেগেছে। আরো লিখুন।

০২ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৬| ০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০৯

নার্গিস জামান বলেছেন: সুন্দর :)

০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:১৭

বাকপ্রবাস বলেছেন: খাটি কবিতা

০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৯

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.