নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

জল নষ্টের ইতিকথা

০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:০৩


মনোলীনা,
একটি বেওয়ারিশ চুম্বন আমার বুকে খুঁটি গেড়েছে।
আমি আমার সব সর্বনাশের ফরমানের পতাকা পত-পত করে উড়তে দেখি সেই চুম্বনে।
চুম্বনটি আমাকে ছেলেধরার মতো গোপনে ফুসলায়-
‘বুক থেকে বের করে একবার যেনো তোমার ঠোঁটে তাকে বিছানা পেতে ঘুমোতে দেই’।
আমি টের পাই-
বিষাক্ত লাল পিঁপড়ের সাথে জোনাকির নকল আলো মিশিয়ে সেঁজেছে এই চুম্বন ।
এই চুম্বন আমি কিভাবে তোমাকেই দেই-
তোমার ঠোঁটের শয্যায় আমার ঠোঁট পেতে!!

মনেলীনা,
একদিন আমি বুকের ভিতরই খুন হয়ে যাবো-
মধ্যরাতে অসভ্য এক এই বেওয়ারিশ চুম্বনে।
এই চুম্বনের হাত থেকে আমি পালাবো কোথায়!!!

মধ্যরাতে গোপনে ঘরের দরজা
খুলে উদ্ভ্রান্তের মত দৌড়াই।
অস্হির হাইওয়ে ধরে ছুটি কিছুক্ষণ।
পিছনে সাদা পোষাকে অনুসরন করে সেই মায়াহীন বিষাক্ত চুম্বন।
হঠাৎ চলন্ত বাসে লাফিয়ে উঠেও,
দেখি-
আমার আগেই বসে আছে সে সেখানে!!
অন্ধ ল্যাম্পপোষ্টের নিচে লুকিয়েও দেখেছি-
জোনাকির নকল আলোর সার্চ লাইটে সে খুঁজে বের করে ফেলে।
মধ্য রাতেই হাইকোর্টের বারান্দায়
ইয়োর ওনার ওনার বলে চিৎকার করি বাঁচতে চেয়েছি-
তখনও আমার দু’বাহু চেপে ধরে রাতের পংক্ষীরাজ রিকশায় উঠিয়ে নেয়।
প্রেস ক্লাবের রাস্তায় গভীর রাতে অনশনরত সা্ংবাদিকদের দেখে চিৎকার করে যতবারই বলে উঠি-
“ আমার খবরটা দয়া করে একটু পত্রিকায় ছাপাবেন”।
তবুও কখনো আমার খবর পত্রিকায় আসেনা।

মনোলীনা,
ভোর রাতেই বাসায় ফিরে
চিনি ছাড়া চা দু’কাপ বানিয়ে একসাথে বসে পড়ি সেই বেওয়ারিশ চুম্বনের সাথে।
চোখের জলের মতো স্বাদ নিয়ে চিনি ছাড়া চা চলে দু’জনেরই ।
চা শেষ করে দু’জনেই হেসে উঠি বিষন্ন মনে।

মনেলীনা,
তুমি ঘুম থেকে জাগার আগেই
সারা শরীরে সুগন্ধি সাবান মেখে গোছল করি অনেক সময় ধরে।
বুক আর ঠোঁট ঘসে ঘসে
বেওয়ারিশ সেই চুম্বনের লাল পিপড়ে আর জোনাকির নকল আলো ধুয়ে পানিতে মিশিয়ে দেই।
তারপর প্রতি ভোর বেলায়ই বিশুদ্ধ চুম্বন নিয়ে তোমার দরজায় দাড়াই।

মনোলীনা,
তোমার জন্যই
শুধু তোমারই জন্য
আমি পৃথিবীর আস্ত জল নষ্ট করেছি,
প্রতিরাতে বেওয়ারিশ চুম্বনের সব বিষ জলে ধুয়ে ধুয়ে।
———————————
রশিদ হারুন
০৩/১২/২০১৯

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১৫

আলমগীর সরকার লিটন বলেছেন: অপেক্ষায় অপেক্ষায় খুন হচ্ছে প্রতিরাত
বেওয়ারিশ চুম্বুন-----চমৎকার কবি দা
অনেক শুভেচ্ছা নিবেন

০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনিন্দ্য সুন্দর কবিতা ! ++

০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫২

বিএম বরকতউল্লাহ বলেছেন: বেোয়ারিশ চুম্বন ভাল লেগেছে।
চুম্বনকে বেওয়ারিশ হতে দিলে এমন ভালই লাগে।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩০

শাহিদা খানম তানিয়া বলেছেন: আমি জানিনা এত সুন্দর সব বিষাক্ত কেন হয়ে ওঠে!

খুব ভাল লাগল।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৫

নার্গিস জামান বলেছেন: অনেক সুন্দর :)

০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৯

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১১

রাজীব নুর বলেছেন: কে এই মনোলীনা?

০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: তাইতো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.